Amitabh Bachchan on KBC: প্রতিযোগীনীকে দেখে মুগ্ধ বিগবি! কেবিসি-র সেটেই তাঁকে ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব অভিনেতার

Last Updated:

Amitabh Bachchan on KBC: বিগ-বি (Big Bকৌন বনেগা ক্রোড়পতি-র এক প্রতিযোগীনির সঙ্গে রঙ্গ রসিকতায় মাতলেন। বুধবারের এপিসোডে নম্রতা শাহ নামে এক প্রতিযোগীনিকে রূপের প্রশংসায় ভরিয়ে দেন অমিতাভ বচ্চন।

প্রতিযোগীনীকে দেখে মুগ্ধ বিগবি! কেবিসি-র সেটেই তাঁকে ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব অভিনেতার
প্রতিযোগীনীকে দেখে মুগ্ধ বিগবি! কেবিসি-র সেটেই তাঁকে ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব অভিনেতার
#মুম্বই: বয়স হলেও তাঁর ভক্তের সংখ্যায় এখনও ভাটা পড়েনি। তাঁর ব্যক্তিত্বে এখনও তরুণীরাও মুদ্ধ হয়ে যান। আর সেই বিগ-বিই কৌন বনেগা ক্রোড়পতি-র এক প্রতিযোগীনির সঙ্গে রঙ্গ রসিকতায় মাতলেন। বুধবারের এপিসোডে নম্রতা শাহ নামে এক প্রতিযোগীনিকে রূপের প্রশংসায় ভরিয়ে দেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan on KBC)। নম্রতাও বিগবির প্রশংসায় পঞ্চমুখ হন। পরস্পরের প্রশংসা চলতে চলতেই ক সময়ে বিগবি সেই মহিলাকে বাইরে চা খেতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। আর তাই শোয়ের প্রযোজককে তখনই শো বন্ধও করতে বলেন।
অবাক হচ্ছেন তো! কিন্তু এমনটাই ঘটেছে। বিগবি (Amitabh Bachchan on KBC) বলেন, "প্রোডিউসারজি এই কাজটা বন্ধ করুন। আমি নম্রতাজির সঙ্গে চা খেতে যাব।" এমনকি নম্রতাকে ডেটে নিয়ে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেন সুপারস্টার। কিন্তু সেই সময়ে দর্শকাসনে বলে নম্রতার স্বামী ও সন্তান।
বিগবি বলেন (Amitabh Bachchan on KBC), "আপনার পতিদেব ও পুত্র শুনছেন। তাই শুধু চায়ের কথাই বললাম। নাহলে কোনও রেস্তোরাঁয় ভূরিভোজ করাতেই নিয়ে যেতাম আপনাকে।" নম্রতা বিগবি-কে অমিতজি বলে সম্মোধন করছিলেন। কিন্তু বিগবি তাঁকে শুধু অমিত বলেই সম্বোধন করতে বলেন। পুরো এপিসোডটিই দুজনের রঙ্গ রসিকতার মধ্যেই কেটে যায়। দর্শকাসনে হাসিতে ফে‌টে পড়েন নম্রতার ছেলে ও স্বামীও। নম্রতা পেশায় একজন নৃত্যশিল্পী। বিভিন্ন দেশ বিদেশে গিয়ে নাচের অনুষ্ঠান করেছেন তিনি। নিজে নাচ শেখানও। এসব জানার পরে, কেবিসি-র সেটেও নম্রতাকে নাচার অনুরোধ করেন অমিতাভ। সেই কথাও রাখেন তিনি। নম্রতার নাচ দেখে মুগ্ধ হয়ে যান অমিতাভ।
advertisement
advertisement
প্রসঙ্গত, নম্রতা ২৫ লক্ষ টাকা জেতেন। ৫০ লক্ষ অবধি পৌঁছনোর আগেই খেলা কুইট করেন নম্রতা। প্রশ্নটি ছিল, কোন দেশের পতাকা সবচেয়ে প্রাচীন? অপশনে দেওয়া ছিল- গ্রিস, ডেনমার্ক ও আইসল্যান্ড। সঠিক উত্তর হল ডেনমার্ক।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan on KBC: প্রতিযোগীনীকে দেখে মুগ্ধ বিগবি! কেবিসি-র সেটেই তাঁকে ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব অভিনেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement