Kabir Suman: বড় সিদ্ধান্ত কবীর সুমনের! কাগজে সই করে সোশ্যালে ঘোষণা করলেন 'গানওয়ালা'
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Kabir Suman: একের পরে এক কালজয়ী গান সৃষ্টি করেছেন কবীর সুমন। সেই সব গানে তিনি বাঙালির কাছে চিরন্তন থাকবেন, তা বলাই বাহুল্য।
#কলকাতা: একের পরে এক কালজয়ী গান সৃষ্টি করেছেন কবীর সুমন (Kabir Suman)। সেই সব গানে তিনি বাঙালির কাছে চিরন্তন থাকবেন, তা বলাই বাহুল্য। আর এবার মৃত্যুর পরে নিজের দেহ দান করার সিদ্ধান্ত নিলেন শিল্পী। ইতিমধ্যেই মরণোত্তর দেহ দান করার নথিপত্রে সই করেছেন তিনি। মরণোত্তর দেহ দানের খবর নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন কবীর সুমন। একটি ছবি পোস্ট করেছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে মরণোত্তর দেহ দানের কাগজে সই করছেন তিনি। সেই পোস্টের তলায় অনুরাগীরা কুর্নিশ জানিয়েছেন 'গানওয়ালা'কে। গত জুন মাসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন কবীর সুমন (Kabir Suman)। শ্বাসকষ্ট ও গলা ব্যথা নিয়ে এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁর অসুস্থতার খবরে অনুরাগীদের মধ্যে প্রবল উদ্বেগ ছড়িয়েছিল। কিন্তু তাঁর করোনা (Corona) রিপোর্ট নেগেটিভ আসে। আস্বস্ত হন তাঁর ভক্তরা।
advertisement
advertisement
হাসপাতালের পরিষেবাতেও খুশি হয়েছিলেন তিনি। হাসপাতাল থেকেই লাইভে এসে সেই কথা জানিয়েছিলেন শিল্পী (Kabir Suman)। ভূয়সী প্রশংসা করে তিনি বলেছিলেন, বাম জমানার হাসপাতাল অনেক পাল্টেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতে। চিকিৎসা পরিকাঠামোয় এসেছে আমূল পরিবর্তন। এমনকি স্পষ্ট এও বলেছিলেন, "সে সময় মানুষ সরকারি হাসপাতালে যেতে ভয় পেতেন। এখন মানুষ যেচে সরকারি হাসপাতালে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যে কৃতিত্ব রাখছে তা অতুলনীয়। এর মূল্যায়ন সভ্য মানুষ কবে করবেন তা জানি না।এ রাজ্যের হাসপাতালগুলো সবচেয়ে যে বিষয়টিতে এগিয়ে তা হল মানবিক স্পর্শ। বাইরে দেশগুলোতে আন্তরিক ভাবে রোগীদের দেখাশোনা করলেও তার মধ্যে একটা পেশার আস্তরণ রয়েছে। কিন্তু এখানে রয়েছে একটা আত্মীয়তার জায়গা। এই পরিবর্তন আনতে পেরেছে পশ্চিমবঙ্গর সরকার।"
advertisement
চিকিৎসক ও নার্সদেরও কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। উল্লেখ্য, সম্প্রতি দেব-এর প্রযোজনা সংস্থার ছবি হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন কবীর সুমন। ছবিটি মুক্তি পাচ্ছে এই পুজোয়। এছাড়াও প্রায়ই ফেসবুক লাইভে এসে বাংলা খেয়াল গান নিয়ে ফলোয়ারদের সমৃদ্ধ করেন তিনি।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2021 9:51 PM IST