Kangana Ranaut | Rakhi Sawant: কঙ্গনাকে 'দেশ কি গদ্দার' বলার পরেই রাখির জয়জয়কার শুরু নেটদুনিয়ায়

Last Updated:

Kangana Ranaut | Rakhi Sawant: সম্প্রতি এক সংবাদমাধ্যমে স্বাধীনতাকে 'ভিক্ষা' বলে সম্বোধন করেন কঙ্গনা। এই মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন তিনি।

কঙ্গনাকে 'দেশ কি গদ্দার' বলার পরেই রাখির জয়জয়কার শুরু নেটদুনিয়ায়
কঙ্গনাকে 'দেশ কি গদ্দার' বলার পরেই রাখির জয়জয়কার শুরু নেটদুনিয়ায়
#মুম্বই: স্বাধীনতা নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় তুমুল চর্চা হয়েছে। এবার সেই বিতর্ক আরও একবার উশকে দিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। কঙ্গনাকে সম্প্রতি একটি পোস্টে একহাত নিয়েছেন রাখি। আর তার পরেই রাখির জয়জয়কার শুরু করেছেন তাঁর অনুরাগীরা। সম্প্রতি এক সংবাদমাধ্যমে স্বাধীনতাকে 'ভিক্ষা' বলে সম্বোধন করেন কঙ্গনা। এই মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন তিনি।
সেই মন্তব্যের জেরেই রাখি (Rakhi Sawant) এবার কঙ্গনাকে (Kangana Ranaut) বললেন, 'দেশ কি গদ্দার হ্যায় দিদি'। সঙ্গে রাখি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে কঙ্গনা হাতে বুম নিয়ে কিছু বলছেন। কিন্তু তাঁর নিজের কণ্ঠ ভিডিওয় মিউ‌ট করা। বদলে শোনা যাচ্ছে কুকুরের ডাক। রাখি এই ভিডিও শেয়ার করতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন তাঁর ভক্তরা।
advertisement
advertisement
advertisement
কেউ রাখিকে বলেন, "জাতীয় ক্রাশ"। কেউ আবার বলেন "কুইন অফ মিম"। একজন রাখির সম্পর্কে লেখেন, "এসবের বিরুদ্ধে রাখিই একমাত্র আওয়াজ ওঠাতে পারে।" তবে পাশাপাশি রাখির বিরুদ্ধে আর কঙ্গনার হয়েও কমেন্ট করেছেন কেউ কেউ। কেউ লিখেছেন, "রাখির আসলে হিংসে হচ্ছে।" প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) অভিনীত ছবি 'থালাইভি। ছবিতে কঙ্গনা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তিনি ধাকড় ছবি নিয়ে ব্যস্ত।
advertisement
প্রসঙ্গত, সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কঙ্গনা (Kangana Ranaut) বলেন, ১৯৪৭ সালে পাওয়া স্বাধীনতা আসলে ছিল ভিক্ষা। আসল স্বাধীনতা ২০১৪ সালে এসেছে। কঙ্গনার এই মন্তব্যের জন্য তাঁর থেকেও পদ্মশ্রীও ফেরত নিয়ে নেওয়ার দাবি করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut | Rakhi Sawant: কঙ্গনাকে 'দেশ কি গদ্দার' বলার পরেই রাখির জয়জয়কার শুরু নেটদুনিয়ায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement