তবে কি রাখির বিয়ে ভেঙে যাচ্ছে ?
Last Updated:
#মুম্বই: দীপিক-রণবীর, প্রিয়াঙ্কা-নিক-এর বিয়ের পাশাপাশি বলিটাউন মেতেছিল আরেকটি বিয়ে নিয়ে ! বিয়েটা আর কারও নয়, বলিটাউনের 'কন্ট্রোভার্সি কুইন' রাখি সাওয়ান্ত-এর বিয়ে! রাখি নিজেই ঘোষণা করেছিলেন এই বছরের শেষ দিন, মানে ৩১ ডিসেম্বর দীপক কালাল-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন তিনি। লস অ্যাঞ্জেলসে বসবে তাঁর বিয়ের আসর। জানিয়েছিলেন, শাহরুখ খান, করণ জোহরও নাকী তাঁর বিয়েতে আসবেন!
সব ঠিকই ছিল ! আচমকাই ইনস্টাগ্রামের একটি ভিডিও সবকিছু কেমন তালগোল পাকিয়ে দিল! সোশাল মিডিয়ায় এখন জোর জল্পনা-কল্পনা -- রাখির বিয়ে কি ভেঙে যেতে বসেছে?
রহস্যর সূত্রপাৎ যে ভিডিও থেকে, সেখানে রাখির হবু স্বামী কাউকে বলছেন, ‘জানু তুম চুপ চুপকে মুঝে মিল সকতে হো জানু’? ভিডিওটি তিনি রাখিকেই ট্যাগ করেছেন এবং লিখেছেন তাঁদের বিয়ে ভেঙে গিয়েছে। এই ভিডিও-তে এক জন মহিলাকে মা হিসাবে উল্লেখ করে তাঁর আশীর্বাদ নিতেও দেখা গিয়েছে দীপককে, পাশের তরুণীও নিয়েছেন আশীর্বাদ। পাশাপাশি একটি মেয়েকে তিনি 'জানু' বলেও ডেকেছেন!
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে নানা মুণীর নানা মত! কেউ কেউ বলছেন, ভিডিওটি নিছকই মজা করে শুট করেছেন দীপক। অনেকে আবার বলছেন এটি নিছকই 'ড্রামা কুইন'-এর পাবলিসিটি স্টান্ট!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2018 1:52 PM IST