দীপবীরের রিসেপশনে এলেন না রণবীর-আলিয়া, তবে কারণ আপনি যা ভাবছেন, তা নয়...

Last Updated:
#মুম্বই: ঘটা করে হয়ে গেল রণবীর সিং ও দীপিকা পাডুকোনের বিয়ে ৷ বিয়ে থেকে রিসেপশন, একে একে হল সবকিছুই ৷ তবে মুম্বই গ্র্যান্ড হায়াতে যে রিসেপশন হল দীপবীরের তা নিয়ে বেশ সরগরম ছিল বলিউড ৷ কারণ এতই তো সকলকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন দীপিকা ও রণবীর ৷ প্রায় সকলেই এলেন ৷ কিন্তু বাদ গেলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ কারণ হয়তো সকলেরই জানা ৷ কিন্তু কাহানি মে ট্যুইস্ট !
দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর ৷ বেশ জবরদস্ত ছিল এঁদের প্রেমকাহিনি ৷ নিজের ঘাড়ে রণবীরের ট্যাটুও বানিয়েছিলেন দীপিকা ৷ কিন্তু শেষ পর্যন্ত প্রেম টেকেনি ৷ এই নিয়ে নানা চর্চা হয়েছিল ৷ তারপর যে যার পথ বেছে নিয়েছেন ৷ পুরনো স্মৃতি ভুলে নতুন করে জীবন শুরু করেছেন দুজনেই ৷ বিয়ে করেছেন দীপিকা ৷ আর সেই বিয়ের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল রণবীর কাপুরকে ৷ আমন্ত্রণ জানানো হয়েছিল আলিয়া ভাটকেও ৷ প্রাক্তন প্রেমিকার বিয়েতে বর্তমান প্রেমিকাকে রণবীর নিয়ে আসেন কিনা তার দিকে নজর তো ছিলই ৷
advertisement
advertisement
তবে যেটা ভাবা হয়েছিল, সেটাই হল ৷ কোনভাবেই এলেন না তাঁরা ৷ কিন্তু যেই কারণ ভাবছেন, সেটা না ৷ সারাদিন শ্যুটিং-এর ফলে ভীষণ ব্যস্ত ছিলেন আলিয়া-রণবীর ৷ ২০ ঘণ্টা চলে তাঁদের নতুন ছবি ব্রহ্মাস্ত্রের শ্যুট ৷ তাই কোনভাবেই সময় করে উঠে পারেননি তাঁরা !
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপবীরের রিসেপশনে এলেন না রণবীর-আলিয়া, তবে কারণ আপনি যা ভাবছেন, তা নয়...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement