• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • দীপবীরের রিসেপশনে এলেন না রণবীর-আলিয়া, তবে কারণ আপনি যা ভাবছেন, তা নয়...

দীপবীরের রিসেপশনে এলেন না রণবীর-আলিয়া, তবে কারণ আপনি যা ভাবছেন, তা নয়...

Photo Collected

Photo Collected

 • Share this:

  #মুম্বই: ঘটা করে হয়ে গেল রণবীর সিং ও দীপিকা পাডুকোনের বিয়ে ৷ বিয়ে থেকে রিসেপশন, একে একে হল সবকিছুই ৷ তবে মুম্বই গ্র্যান্ড হায়াতে যে রিসেপশন হল দীপবীরের তা নিয়ে বেশ সরগরম ছিল বলিউড ৷ কারণ এতই তো সকলকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন দীপিকা ও রণবীর ৷ প্রায় সকলেই এলেন ৷ কিন্তু বাদ গেলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ কারণ হয়তো সকলেরই জানা ৷ কিন্তু কাহানি মে ট্যুইস্ট !

  দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর ৷ বেশ জবরদস্ত ছিল এঁদের প্রেমকাহিনি ৷ নিজের ঘাড়ে রণবীরের ট্যাটুও বানিয়েছিলেন দীপিকা ৷ কিন্তু শেষ পর্যন্ত প্রেম টেকেনি ৷ এই নিয়ে নানা চর্চা হয়েছিল ৷ তারপর যে যার পথ বেছে নিয়েছেন ৷ পুরনো স্মৃতি ভুলে নতুন করে জীবন শুরু করেছেন দুজনেই ৷ বিয়ে করেছেন দীপিকা ৷ আর সেই বিয়ের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল রণবীর কাপুরকে ৷ আমন্ত্রণ জানানো হয়েছিল আলিয়া ভাটকেও ৷ প্রাক্তন প্রেমিকার বিয়েতে বর্তমান প্রেমিকাকে রণবীর নিয়ে আসেন কিনা তার দিকে নজর তো ছিলই ৷

  আরওপড়ুন কমবয়সী প্রেমিক, তাই তো এতটা মজায় আছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ! দেখুন ভিডিও

  তবে যেটা ভাবা হয়েছিল, সেটাই হল ৷ কোনভাবেই এলেন না তাঁরা ৷ কিন্তু যেই কারণ ভাবছেন, সেটা না ৷ সারাদিন শ্যুটিং-এর ফলে ভীষণ ব্যস্ত ছিলেন আলিয়া-রণবীর ৷ ২০ ঘণ্টা চলে তাঁদের নতুন ছবি ব্রহ্মাস্ত্রের শ্যুট ৷ তাই কোনভাবেই সময় করে উঠে পারেননি তাঁরা !

  First published: