Aryan Khan Birthday: শাহরুখ-পুত্র আরিয়ানের জন্মদিনে ৫০০ চারাগাছ উপহার জুহি চাওলার, দিলেন বিশেষ বার্তাও!

Last Updated:

শুক্রবার ২৪ বছরে পা দিল আরিয়ান খান (Aryan Khan Birthday)।

শাহরুখ-পুত্র আরিয়ানের জন্মদিনে ৫০০ চারাগাছ উপহার জুহি চাওলার, দিলেন বিশেষ বার্তাও!
শাহরুখ-পুত্র আরিয়ানের জন্মদিনে ৫০০ চারাগাছ উপহার জুহি চাওলার, দিলেন বিশেষ বার্তাও!
#মুম্বই: সময়টা দীর্ঘদিন ভালো যায়নি বন্ধু শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাঁর পরিবারের। তাই শাহরুখের ছেলে আরিয়ান খানের জন্মদিনে (Aryan Khan Birthday) ফের একবার পাশে থাকার বার্তা দিলেন অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla)। আরিয়ানের জামিনের দিন যেমন জামিনদার হয়ে পৌঁছে গিয়েছিলেন জেলে, তেমনই বন্ধু-পুত্রের ছেলের জন্মদিনটি তাঁর কাছে কতটা বিশেষ সে কথাও জানিয়েছেন জুহি। শুক্রবার ২৪ বছরে পা দিল আরিয়ান খান (Aryan Khan Birthday)। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জুহি চাওলা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন (Aryan Khan Birthday)।
নিজের দুই সন্তান জাহ্নবী ও অর্জুনের সঙ্গে আরিয়ান-সুহানার ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন জুহি চাওলা। সেই ছবিতেই আরিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লিখেছেন, 'শুভ জন্মদিন আরিয়ান। এত বছর ধরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম আছে। ঈশ্বর তোমাকে ভাল রাখুন এবং পথ দেখান। অনেক ভালবাসা রইল। তোমার নামে ৫০০টি গাছ পুঁতব আমরা।' এর আগে শাহরুখের জন্মদিনেও ৫০০টি গাছ পুঁতেছিলেন জুহি চাওলা। আরিয়ানের জন্মদিনেই তার অন্যথা হল না।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Juhi Chawla (@iamjuhichawla)

advertisement
View this post on Instagram

A post shared by Juhi Chawla (@iamjuhichawla)

advertisement
শাহরুখের সঙ্গে জুহি চাওলার বন্ধুত্ব দীর্ঘদিনের। শাহরুখের আইপিএল দল কেকেআর-এর পার্টনারও জুহি। আরিয়ানের জামিনের সময় জামিনদার হিসেবেও সামনে এসেছেন জুহি চাওলা। আরিয়ানের জামিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছিলেন তিনি। জামিন হয়ে যাওয়ার পরও রিলিজ অর্ডার জমা না পরায় একদিন বাড়তি আর্থার রোড জেলে থাকতে হয়েছিল আরিয়ানকে। সেই সময় জুহি বলেছিলেন, 'আমি অত্যন্ত খুশি যে খুব শিগগিরই আরিয়ান ঘরে ফিরবে। ওর ফেরাটা এখন শুধুই সময়ের অপেক্ষা। আমরা অত্যন্ত স্বস্তি পেয়েছি।' আরিয়ানের জন‍্য এক লক্ষ টাকার বণ্ডে সইও করতে হয় জুহি চাওলাকে।
advertisement
আরও পড়ুন: পুত্র ফিরতেই স্বমহিমায় 'পাঠান', সামনেই বড় প্ল্যান শাহরুখ খানের! ফাঁস News 18-এ
শাহরুখের সঙ্গে একাধিক ছবিতে কাজও করেছেন জুহি। বলিউডে তাঁদের জুটিও জনপ্রিয়তা পেয়েছে। 'ডর', 'ইয়েস বস'-এর মতো ছবিতে শাহরুখ-জুহির জুটি সুপারহিট হয়েছিল। অন্যদিকে, মুম্বইয়ের মাদক-মামলায় গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন আরিয়ান। আদালতের নির্দেশ মতো এদিনও তাঁকে এনসিবি অফিসে হাজিরা দিতে হয়েছে। এ বছরের জন্মদিনে বিশেষ কোনও সাড়ম্বড় করেনি খান পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aryan Khan Birthday: শাহরুখ-পুত্র আরিয়ানের জন্মদিনে ৫০০ চারাগাছ উপহার জুহি চাওলার, দিলেন বিশেষ বার্তাও!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement