Bishakto Manush: নেক্রফিলিক সিরিয়াল কিলারের গল্প নিয়ে 'বিষাক্ত মানুষ', ছবি মুক্তি ২ সেপ্টেম্বর
- Published by:Teesta Barman
Last Updated:
পরিচালক সানি রায়ের এই অন্য ধারার ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস, রূপসা চট্টোপাধ্যায়, শুভম, সুমনা দাস, যোধাজিৎ সরকার রানা বসু ঠাকুর-সহ অনেকে।
#কলকাতা: আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে নতুন ছবি 'বিষাক্ত মানুষ'। তার আগে বিষাক্ত মানুষের একগুচ্ছ পোস্টার লঞ্চ করল প্রযোজনা সংস্থা। পরিচালক সানি রায়ের এই অন্য ধারার ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস, রূপসা চট্টোপাধ্যায়, শুভম, সুমনা দাস, যোধাজিৎ সরকার রানা বসু ঠাকুর-সহ অনেকে।
ছবির গল্পে অগ্নিভ বোস, এমন একজন লেখক যার শেষ তিনটি বই বাজারে চলেনি! অগ্নিভর জীবনে একটা অন্ধকারময় অধ্যায় আছে, যেটার সঙ্গে তার অবিরাম মানসিক টানাপড়েন চলতে থাকে!

advertisement
অগ্নিভর বান্ধবী রুক্মিণী বুঝতে পারে না অগ্নিভকে কী ভাবে সামলাবে। এমনই সময়ে অগ্নিভর সঙ্গে মুখোমুখি হয় নেক্রফিলিক সিরিয়াল কিলার তৌফিক আসিফ! অগ্নিভর ইচ্ছে তৌফিককে কেন্দ্রীয় চরিত্র করে তার নতুন বইটা লেখার!
advertisement
তৌফিকের ফাঁসির সাজা শোনানো হয়ে গিয়েছে। এক সপ্তাহ পরে তার ফাঁসি! অগ্নিভ কি পারবে তৌফিককে নিয়ে তার নতুন বইটা লিখতে? তৌফিক আসিফ কি অগ্নিভর জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে? রুক্মিণী কি শেষপর্যন্ত অগ্নিভর পাশে থাকবে? কি এমন লুকিয়ে আছে তৌফিকের অতীত জীবনে?
advertisement
আপাতত 'বিষাক্ত মানুষ'-এর অপেক্ষায় দর্শক। ২ সেপ্টেম্বর সমস্ত রহস্যের সমাধান হবে।
Manash Basak
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2022 8:44 AM IST