কলকাতা : সত্যজিৎ রায়ের জন্মদিনে টলিউডের অনেক শিল্পীই পোস্ট করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন৷ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ফিরে গিয়েছেন নিজের পুরনো স্মৃতিতে৷ ফেসবুকে তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এক দশকেরও পুরনো একটি স্মৃতি৷
ভাস্বর লিখেছেন, ২০১১ সালে তখন তিনি ‘মা’ ধারাবাহিকে অভিনয় করছেন৷ সে সময় ভেঙ্কটেশ ফিল্মসের অফিস থেকে ফোনে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি একটা ছবিতে কাজ করতে চান? স্বভাবতই অভিনেতা জানতে চেয়েছিলেন কোন ছবি? উত্তরে তাঁকে বলা হয়েছিল, এমন ছবি, যেখানে সবাই অভিনয় করতে চান৷ তিনি এই উত্তরের বিন্দুবিসর্গের কিছুই বোঝেননি৷
বিস্ময় অপেক্ষা করে ছিল আরও কয়েক দিন পর৷ ভাস্বরকে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে বিশপ লেফ্রয় রোডে সত্যজিৎ রায়ের বাড়িতে যেতে বলা হয়৷ তখন তিনি বুঝতে পারেন তাহলে সন্দীপ রায়ের পরিচালনায় অভিনয় করতে চলেছেন!
আরও পড়ুন : লাল খেরোর খাতার নাম ‘হালখাতা’ কেন? অক্ষয় তৃতীয়ায় এই রীতি পালনের কারণের কী?
নির্দিষ্ট দিনে ভাস্বরকে দরজা থেকে আপ্যায়ন করে ভিতরে নিয়ে যান সন্দীপ ও ললিতা রায়৷ সেখানে তখন হাজির সব্যসাচী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, বিভু ভট্টাচার্য, বিপ্লব চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে৷ এদিকে ভাস্বর যাওয়ার পর উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জিজ্ঞাসা করতে লাগলেন এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে তাঁর কেমন লাগছে? তিনি তো কিছুই বুঝতে পারছেন না!
আরও পড়ুন : গ্রীষ্মের ঝড়ের নাম ‘কালবৈশাখী’ কেন? শুধু বিকেলবেলাতেই ধেয়ে আসে কেন এই ঝঞ্ঝা?
এর পর সন্দীপ রায় তাঁকে জিজ্ঞাসা করেন তিনি ‘রয়্যাল বেঙ্গল রহস্য’ পড়েছেন কিনা? তিনি সম্মতি জানাতেই সন্দীপ রায় বলেন, তিনি তড়িৎ সেনগুপ্তর চরিত্রে অভিনয় করবেন৷ কিন্তু প্লট অনুযায়ী চরিত্রটি মারা যাবে৷ তাঁর আপত্তি নেই তো?
আরও পড়ুন : অসহ্য যন্ত্রণার দাঁতের গঠনও বদল, ‘অপরাজিত’ সত্যজিৎকে জিতু-অনীকের কুর্নিশ ছবিতে
ভাস্বর তো হতবাক৷ সত্যজিৎ রায়ের গল্পে অভিনয় করা মানে তো সারা জীবনের সম্পদ! সে প্রস্তাবে আবার কেউ ‘না’ বলে নাকি! তিনি তো সানন্দে রাজি৷ জানিয়েছেন, সারা ছবি তিনি অভিনয় করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়ের জামা পরে! সেই অনুভূতি লিখে বা বলে বোঝাতে পারবেন না৷ আরও জানিয়েছেন, ছবির শ্যুটিং চলাকালীনই তিনি জানতে পারেন যে বিজয়া রায় নিয়মিত ‘মা’ ধারাবাহিক দেখতেন৷ সেখান থেকেই তিনি ভাস্বরকে পছন্দ করেছিলেন তড়িৎ সেনগুপ্তর চরিত্রের জন্য৷ তার পর বলেছিলেন সন্দীপ রায়কে৷ ভাস্বরের কথায়, এই অভিজ্ঞতায় তাঁর জীবন ধন্য৷
ফেলুদার ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার পাশাপাশি সে বার বিশপ লেফ্রয় রোডে আরও একটা বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন ভাস্বর৷ তিনি এক বার দেখতে চেয়েছিলেন অস্কার পুরস্কার৷ দেখেছিলেন৷ তাতেই তাঁর জীবন সার্থক৷ বলছেন রয়্যাল বেঙ্গল রহস্যে তড়িদাঘাতে মৃত তড়িৎ সেনগুপ্ত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhaswar chatterjee, Satyajit Ray