Satyajit Ray Birth Centenary: অসহ্য যন্ত্রণা সহ্য করে দাঁতের গঠনও বদল, ‘অপরাজিত’ সত্যজিৎকে কুর্নিশ জিতু-অনীকের, দেখুন ছবি

Last Updated:
Satyajit Ray Birth Centenary: বিন্দুতে সিন্ধুদর্শনের প্রয়াস হল ‘অপরাজিত’৷ স্রষ্টার ছবির নামেই তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন অনীক দত্ত৷ ছবি মুক্তি পাবে ১৩ মে৷
1/25
মাইলফলক ছোঁয়ার আগে সংগ্রাম পর্বে থাকে অক্লান্ত পরিশ্রমের স্বেদবিন্দু৷ সেই বিন্দুতে সিন্ধুদর্শনের প্রয়াস হল ‘অপরাজিত’৷ স্রষ্টার ছবির নামেই তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন অনীক দত্ত৷ ছবি মুক্তি পাবে ১৩ মে৷
মাইলফলক ছোঁয়ার আগে সংগ্রাম পর্বে থাকে অক্লান্ত পরিশ্রমের স্বেদবিন্দু৷ সেই বিন্দুতে সিন্ধুদর্শনের প্রয়াস হল ‘অপরাজিত’৷ স্রষ্টার ছবির নামেই তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন অনীক দত্ত৷ ছবি মুক্তি পাবে ১৩ মে৷
advertisement
2/25
বিজ্ঞাপন ও বইয়ের প্রচ্ছদশিল্পীর দুনিয়া থেকে ছবির জগতে পা রেখেছিলেন সত্যতিৎ রায়৷ নবীন পরিচালক হিসেবে স্বপ্ন দেখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’-কে সেলুলয়েডবন্দি করার৷
বিজ্ঞাপন ও বইয়ের প্রচ্ছদশিল্পীর দুনিয়া থেকে ছবির জগতে পা রেখেছিলেন সত্যতিৎ রায়৷ নবীন পরিচালক হিসেবে স্বপ্ন দেখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’-কে সেলুলয়েডবন্দি করার৷
advertisement
3/25
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টির কিশোর সংস্করণ ‘আম আঁটির ভেঁপু৷’ বইটির প্রচ্ছদ আঁকার সময় উপন্যাসটি পড়েছিলেন সত্যজিৎ৷ সেখান থেকেই ছবির তৈরির ইচ্ছে দানা বাঁধে মনে৷
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টির কিশোর সংস্করণ ‘আম আঁটির ভেঁপু৷’ বইটির প্রচ্ছদ আঁকার সময় উপন্যাসটি পড়েছিলেন সত্যজিৎ৷ সেখান থেকেই ছবির তৈরির ইচ্ছে দানা বাঁধে মনে৷
advertisement
4/25
কিন্তু নবীন পরিচালক হিসেবে প্রথম ছবি তৈরির পথ ছিল বন্ধুর৷ নায়ক নায়িকার বাইরে, নাচগানহীন একটি বাংলা ছবি তৈরির প্রস্তুতিপর্ব তাঁকে ক্ষতবিক্ষত করেছিল৷ তাঁর সেই সংগ্রাম তথা সৃষ্টিকে কুর্নিশ জানিয়েছেন অনীক৷
কিন্তু নবীন পরিচালক হিসেবে প্রথম ছবি তৈরির পথ ছিল বন্ধুর৷ নায়ক নায়িকার বাইরে, নাচগানহীন একটি বাংলা ছবি তৈরির প্রস্তুতিপর্ব তাঁকে ক্ষতবিক্ষত করেছিল৷ তাঁর সেই সংগ্রাম তথা সৃষ্টিকে কুর্নিশ জানিয়েছেন অনীক৷
advertisement
5/25
ছবিতে সত্যজিতের চরিত্রে জিতু কামালকে নেওয়ার পর অনেকেরই ভ্র কুঞ্চিত হয়েছিল৷ কিন্তু চূড়ান্ত রূপসজ্জার পর জিতুর রূপ দেখে বাকরুদ্ধ সকলে৷ একবাক্যে স্বীকার করেছেন অনস্ক্রিন এর থেকে ভাল সত্যজিৎ রায় আর হত না৷
ছবিতে সত্যজিতের চরিত্রে জিতু কামালকে নেওয়ার পর অনেকেরই ভ্র কুঞ্চিত হয়েছিল৷ কিন্তু চূড়ান্ত রূপসজ্জার পর জিতুর রূপ দেখে বাকরুদ্ধ সকলে৷ একবাক্যে স্বীকার করেছেন অনস্ক্রিন এর থেকে ভাল সত্যজিৎ রায় আর হত না৷
advertisement
6/25
 স্বামীর কিংবদন্তি হয়ে ওঠার পিছনে বিজয়া রায়ের ভূমিকাও অনস্বীকার্য৷ সত্যজিতের প্রতি সৃষ্টিতে জড়িয়ে থাকতেন তিনি৷ তাঁর অবদানকেও তুলে ধরা হয়েছে ছবিতে৷
স্বামীর কিংবদন্তি হয়ে ওঠার পিছনে বিজয়া রায়ের ভূমিকাও অনস্বীকার্য৷ সত্যজিতের প্রতি সৃষ্টিতে জড়িয়ে থাকতেন তিনি৷ তাঁর অবদানকেও তুলে ধরা হয়েছে ছবিতে৷
advertisement
7/25
চেহারায় সব দিক থেকে সত্যজিৎ হয়ে ওঠার জন্য চেষ্টার ত্রুটি রাখেননি জিতু৷ প্রস্থেটিক মেক আপ তো বটেই৷ তাঁর আরও প্রয়াসের কথা তুলে ধরেছেন স্ত্রী নবনীতা৷
চেহারায় সব দিক থেকে সত্যজিৎ হয়ে ওঠার জন্য চেষ্টার ত্রুটি রাখেননি জিতু৷ প্রস্থেটিক মেক আপ তো বটেই৷ তাঁর আরও প্রয়াসের কথা তুলে ধরেছেন স্ত্রী নবনীতা৷
advertisement
8/25
সামাজিক মাধ্যমে নবনীতা জানিয়েছেন, সত্যজিতের দাঁতের গঠনের সঙ্গে সাদ্ৃশ্য আনার জন্য ড্রিলিং মেশিন দিয়ে ছোট করা হয়েছে জিতুর দাঁত৷ উপরের পাটিতে সামনের দু’টি দাঁতের মাঝে আনা হয়েছে সামান্য দূরত্ব৷
সামাজিক মাধ্যমে নবনীতা জানিয়েছেন, সত্যজিতের দাঁতের গঠনের সঙ্গে সাদ্ৃশ্য আনার জন্য ড্রিলিং মেশিন দিয়ে ছোট করা হয়েছে জিতুর দাঁত৷ উপরের পাটিতে সামনের দু’টি দাঁতের মাঝে আনা হয়েছে সামান্য দূরত্ব৷
advertisement
9/25
নবনীতা জানিয়েছেন, এর জন্য অসহ্য যন্ত্রণা মুখ বুজে সহ্য করেছেন জিতু৷ তাঁর দাঁত চিরদিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে৷ বাদ দিতে হয়েছে পছন্দসই অনেক খাবারও৷
নবনীতা জানিয়েছেন, এর জন্য অসহ্য যন্ত্রণা মুখ বুজে সহ্য করেছেন জিতু৷ তাঁর দাঁত চিরদিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে৷ বাদ দিতে হয়েছে পছন্দসই অনেক খাবারও৷
advertisement
10/25
এ কথা সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর উড়ে আসে তির্যক মন্তব্য৷ তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী৷
এ কথা সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর উড়ে আসে তির্যক মন্তব্য৷ তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী৷
advertisement
11/25
ছবির ট্রেলর দেখে ভাল লেগেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরো৷ তাঁকে সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন জিতু৷
ছবির ট্রেলর দেখে ভাল লেগেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরো৷ তাঁকে সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন জিতু৷
advertisement
12/25
সাদা কালোয় তৈরি ‘অপরাজিত’-র শ্যুটিং শেষ হয় ডিসেম্বরে৷ এখন সত্যজিৎ অনুরাগীরা অপেক্ষায়৷
সাদা কালোয় তৈরি ‘অপরাজিত’-র শ্যুটিং শেষ হয় ডিসেম্বরে৷ এখন সত্যজিৎ অনুরাগীরা অপেক্ষায়৷
advertisement
13/25
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই বায়োপিকে সত্যজিতের ভূমিকায় অভিনয় করেছেন পরিচালক কিউ৷ কিউ না জিতু? সত্যজিতের ভূমিকায় কে বেশি মানানসই, সেই তুলনাও আসবে বলে ধারণা বাংলা ছবির দর্শকদের৷
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই বায়োপিকে সত্যজিতের ভূমিকায় অভিনয় করেছেন পরিচালক কিউ৷ কিউ না জিতু? সত্যজিতের ভূমিকায় কে বেশি মানানসই, সেই তুলনাও আসবে বলে ধারণা বাংলা ছবির দর্শকদের৷
advertisement
14/25
‘অপরাজিত’ ছবিতে জিতুর নাম অবশ্য সত্যজিৎ নয়৷ তিনি এখানে অপরাজিত রায়৷ ডাকনাম মানিক নয়, অপু৷ এভাবেই স্রষ্টা ও সৃষ্টিকে মিশিয়েছেন পরিচালক অনীক৷
‘অপরাজিত’ ছবিতে জিতুর নাম অবশ্য সত্যজিৎ নয়৷ তিনি এখানে অপরাজিত রায়৷ ডাকনাম মানিক নয়, অপু৷ এভাবেই স্রষ্টা ও সৃষ্টিকে মিশিয়েছেন পরিচালক অনীক৷
advertisement
15/25
তাঁর অর্ধাঙ্গিনী বিজয়া এখানে বিমলা রায়৷ অভিনয় করেছেন সায়নী ঘোষ৷ তাঁকেও চমৎকার মানিয়েছে বলে মত চলচ্চিত্র অনুরাগীদের৷
তাঁর অর্ধাঙ্গিনী বিজয়া এখানে বিমলা রায়৷ অভিনয় করেছেন সায়নী ঘোষ৷ তাঁকেও চমৎকার মানিয়েছে বলে মত চলচ্চিত্র অনুরাগীদের৷
advertisement
advertisement
advertisement