Akshaya Tritiya: লাল খেরোর খাতার নাম ‘হালখাতা’ কেন? অক্ষয় তৃতীয়ায় এই রীতি পালনের কারণের কী?

Last Updated:
Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ার সঙ্গে জুড়ে থাকে হালখাতার বিষয়ও৷ পয়লা বৈশাখের বদলে অনেক ব্যবসায়ীই অক্ষয় তৃতীয়ায় হালখাতা রীতি পালন করেন৷
1/6
বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। পৌরাণিক কালপ্রবাহ থেকেই এই তিথি শুভ।
বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। পৌরাণিক কালপ্রবাহ থেকেই এই তিথি শুভ।
advertisement
2/6
 যে কোনও শুভ কাজের জন্য এই তিথিকে আদর্শ বলে মনে করা হয়৷ গৃহপ্রবেশ, হলকর্ষণ থেকে শুরু করে বিবাহ-এই কাজগুলির জন্য আদর্শ এই পুণ্যলগ্ন৷
যে কোনও শুভ কাজের জন্য এই তিথিকে আদর্শ বলে মনে করা হয়৷ গৃহপ্রবেশ, হলকর্ষণ থেকে শুরু করে বিবাহ-এই কাজগুলির জন্য আদর্শ এই পুণ্যলগ্ন৷
advertisement
3/6
অক্ষয় তৃতীয়ার সঙ্গে জুড়ে থাকে হালখাতার বিষয়ও৷ পয়লা বৈশাখের বদলে অনেক ব্যবসায়ীই অক্ষয় তৃতীয়ায় হালখাতা রীতি পালন করেন৷
অক্ষয় তৃতীয়ার সঙ্গে জুড়ে থাকে হালখাতার বিষয়ও৷ পয়লা বৈশাখের বদলে অনেক ব্যবসায়ীই অক্ষয় তৃতীয়ায় হালখাতা রীতি পালন করেন৷
advertisement
4/6
হালখাতা হল সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা পার্বণ বা রীতি৷ সম্প্রদায় নির্বিশেষে অংশ নেওয়া হয় এই রীতি রেওয়াজে৷
হালখাতা হল সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা পার্বণ বা রীতি৷ সম্প্রদায় নির্বিশেষে অংশ নেওয়া হয় এই রীতি রেওয়াজে৷
advertisement
5/6
কিন্তু ব্যবসার খাতার নাম ‘হালখাতা’ কেন? প্রকৃতপক্ষে এই শব্দবন্ধ এসেছে ফারসি ভাষা থেকে৷ ফারসি ভাষায় ‘হাল’ শব্দের অর্থ হিসেব৷ অর্থাৎ নতুন খাতায় নতুন বছরের হিসেব, এভাবেই হালখাতা রীতির উদ্ভব৷ লাল রঙের নতুন খেরোর খাতায় তাঁরা পুরনো ধারকর্জের হিসেব তুলতে চান না৷
কিন্তু ব্যবসার খাতার নাম ‘হালখাতা’ কেন? প্রকৃতপক্ষে এই শব্দবন্ধ এসেছে ফারসি ভাষা থেকে৷ ফারসি ভাষায় ‘হাল’ শব্দের অর্থ হিসেব৷ অর্থাৎ নতুন খাতায় নতুন বছরের হিসেব, এভাবেই হালখাতা রীতির উদ্ভব৷ লাল রঙের নতুন খেরোর খাতায় তাঁরা পুরনো ধারকর্জের হিসেব তুলতে চান না৷
advertisement
6/6
অতীতে পয়লা বৈশাখের তুলনায় অক্ষয় তৃতীয়া লগ্নের গুরুত্ব ছিল অনেক বেশি৷ কালক্রমে দিনটির গুরুত্ব কিছুটা স্তিমিত হলেও আমাদের জীবনের নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে গিয়েছে হালখাতার রীতি৷
অতীতে পয়লা বৈশাখের তুলনায় অক্ষয় তৃতীয়া লগ্নের গুরুত্ব ছিল অনেক বেশি৷ কালক্রমে দিনটির গুরুত্ব কিছুটা স্তিমিত হলেও আমাদের জীবনের নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে গিয়েছে হালখাতার রীতি৷
advertisement
advertisement
advertisement