Bengali Serial News: মেগায় মেগায় মহাযুদ্ধ! 'সন্ধ্যাতারা' না 'ফুলকি' কে জিতবে দর্শকদের মন

Last Updated:

দুই মেগার জোর টক্কর। ১২ জুন থেকেই স্টার জলসার শুরু হচ্ছে 'সন্ধ্যাতারা'। অন্যদিকে, জি বাংলায় শুরু হচ্ছে 'ফুলকি'। দুটি ধারাবাহিক দেখা যাবে সন্ধ্যে ৭:৩০ থেকে ।

কলকাতা:  দুই মেগার জোর টক্কর। ১২ জুন থেকেই স্টার জলসার শুরু হচ্ছে ‘সন্ধ্যাতারা’। অন্যদিকে, জি বাংলায় শুরু হচ্ছে ‘ফুলকি’। দুটি ধারাবাহিক দেখা যাবে সন্ধ্যে ৭:৩০ থেকে । ‘সন্ধ্যাতারা’র হাত ধরে ‘চুনি-পান্না’র পর আবার স্টার জলসায় ফিরলেন অন্বেষা হাজরা। অন্যদিকে নেতাজীর পর আবার ফুলকি’র নিয়ে জি বাংলায় ফিরলেন আর এক জনপ্রিয় তারকা অভিষেক বোস। এই দুই মেগা নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে চর্চা তুঙ্গে।
‘ফুলকি’ মূলত বলবে বক্সারদের জীবনের গল্প। ফুলকি একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে। স্বপ্ন বক্সার হওয়ার। কিন্তু তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা ও আর্থিক অবস্থা তার স্বপ্নের অন্তরায় হয়ে দাঁড়ায়। অন্যদিকে, বক্সিং-এ চ্যাম্পিয়ান হতে চাওয়া রোহিত, এক চক্রান্তে কবলে হারায় তার কেরিয়ার। তার পরিবারের ধরনা তার জন্যই প্রান হারিয়ে তার দাদা। সবটা মিলিয়ে পরিবারেই কোন ঠাসা হয়ে পরে রোহিত। তার জীবনে একরাশ চঞ্চল বাতাসের মতো ফুলকি আসে। দুই বক্সারের মিষ্টি প্রেমের গল্প নিয়েই আসছে জি বাংলার নতুন মেগা ‘ফুলকি’।
advertisement
advertisement
‘মিঠাই’-এর পরিবর্তে এটি আসার কথা ছিল। ‘মিঠাই’ শেষ হয়েছে গত ৯ জুন। তবে একই টাইম স্লটে আসছে না এই মেগা। এটি দেখা যাবে সন্ধ্যা ৭:৩০। অন্যদিকে ‘মিঠাই’-এর সময় অর্থাৎ সন্ধ্যা ৬:০০ টার স্লটে দেখা যাবে জি বাংলার আর এক জনপ্রিয় মেগা ‘গৌরী এল’। ‘ফুলকি’ ধারাবাহিকে নাম ভূমিকায় থাকবেন মুর্শিদাবাদের দিব্যানী মন্ডল। তাঁর বিপরীতে থাকবেন ছোট পর্দা অতি পরিচিত মুখ অভিষেক বোস। সঙ্গে বৌদির ভূমিকায় থাকবে ‘মিঠাই’-এর প্রিয় দিদিয়া পর্দার শ্রীনন্দা ওরফে কৌশাম্বী চক্রবর্তী। এখানে তাঁকে পারমিতার চরিত্রে দেখা যাবে।
advertisement
অন্যদিকে দুই বোনের স্বার্থত্যাগের গল্প নিয়ে স্টার জলসার পর্দায় আসছে ‘সন্ধ্যাতারা’। ‘চুনি-পান্না’র পর আবার স্টার জলসায় ফিরছেন অন্বেষা। তাঁর সঙ্গে মূল ভূমিকায় থাকছেন অমৃতা দেবনাথও। এখানে মেজ বোন ও ছোট বোনের ভূমিকায় তাঁদের দেখা যাবে। তাঁদের বিপরীতে দেখা যাবে নতুন মুখ সৌরজিত বন্দোপাধ্যায়। স্টার মা-এর ব্লকবাস্টার ধারাবাহিক ‘দেবার্থা’র রিমেক এই মেগা। গল্পটিতে মূলত দেখা যাবে সন্ধ্যা ও তারা দুজন দুজনকে খুব ভালবাসে। সন্ধ্যা তার বোনকে পড়ানোর জন্য চাল বিক্রি করে সংসার চালায়। অন্যদিকে দিদির এই স্বার্থত্যাগ দেখে তারা দিদির জন্য সব কিছু করতে প্রস্তুত। কিন্তু তারা দুজন ভালবেসে ফেলে আকাশনীলকে।
advertisement
কার ভালবাসা পূর্ণতা পাবে? আর কে করবে ভালবাসার জন্য স্বার্থত্যাগ? সেই গল্পই দেখা যাবে এই মেগায়। তবে এই মেগার প্রোমো আসতেই দর্শকরা অনেকে মন্তব্য করে যে একটা নায়ক দুটো নায়িকা! তবে ধারাবাহিকের কলাকুশলীরা জানায় এটা কোন কাদা ছোঁড়াছুড়ির গল্প দেখাবে না। বরং দেখাবে মিষ্টি প্রেমের গল্প, পাশাপাশি থাকবে ভালবাসার জন্য স্বার্থত্যাগের গল্প।
advertisement
দুই মেগাতেই বিরাট চমক। পাশাপাশি একই সময়ে দেখা যাবে। ফলে মেগায় মেগায় মহাযুদ্ধ যে দেখা যাবে তা বলাই বাহুল্য। তবে এই লড়াইয়ে দর্শকদের মন জিতে কে কিস্তিমাত করে তাই এখন দেখার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial News: মেগায় মেগায় মহাযুদ্ধ! 'সন্ধ্যাতারা' না 'ফুলকি' কে জিতবে দর্শকদের মন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement