Neel Bhattacharya: সম্পর্ক ভাঙাগড়ার গল্পে নীল! জীবনের নতুন পর্ব শুরু করলেন তৃণার স্বামী
- Written by:Manash Basak
- Published by:Sayani Rana
Last Updated:
এবার বড়ো পর্দায় নীল ভট্টাচার্য। 'ঠিক যেন লাভ স্টোরি'র হাত ধরে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তারপর থেকে ধারাবাহিক ভাবে ছোটপর্দায় কাজ করেছেন তিনি। 'কৃষ্ণকলি'র নিখিল তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। বর্তমানে 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা যায় অভিনেতা কে। আর এবার বড় পর্দায় পা রাখছেন নীল।
এবার বড়ো পর্দায় নীল ভট্টাচার্য। 'ঠিক যেন লাভ স্টোরি'র হাত ধরে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তারপর থেকে ধারাবাহিক ভাবে ছোটপর্দায় কাজ করেছেন তিনি। 'কৃষ্ণকলি'র নিখিল তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। বর্তমানে 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা যায় অভিনেতা কে। আর এবার বড় পর্দায় পা রাখছেন নীল। আজ ৮ মে তাঁর জন্মদিনের দিন প্রকাশ্যে এল খবর।
advertisement
advertisement
মিলান শহর থেকে ভেনিস পর্যন্ত রোড ট্রিপ। আর এই সফরেই উন্মোচিত হয় নানা রহস্য। এই গল্পে একদিকে যেমন সম্পর্ক ভেঙে যায় আবার একটা ভাঙ্গা সম্পর্ক ঠিক হয়ে যায় গল্পে। "বেঁচে থাকা নাকি ভাল থাকা ??" জীবন-সম্পর্ক-বন্ধুত্বের এক অদ্ভুত মেলবন্ধনের গল্প নিয়ে আসতে চলেছে এই "গুডবাই ভেনিস"।
advertisement
advertisement
advertisement
advertisement









