Kaushambi Chakraborty: 'আমার সিদ্ধান্ত আমি নেব', আদৃতকে জড়িয়ে ট্রোল নিয়ে বিস্ফোরক কৌশাম্বী, কী বলছেন

Last Updated:

তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা চলছে। কিছুদিন আগে তাঁর এবং আদৃতের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় উঠে গুঞ্জন। তার পর থেকেই তাঁকে নানা কটূক্তির শিকার হতে হয়।

কৌশাম্বী চক্রবর্তী
কৌশাম্বী চক্রবর্তী
মিঠাই শেষ করে নতুন কাজে হাত দিয়েছেন কৌশাম্বী চক্রবর্তী। কিন্তু তার মধ্যে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে গিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর ও আদৃতের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে মুখ খোলেন তিনি। আর তার পর থেকেই তাঁকে নানা ট্রোলের শিকার হতে হয়। এ বিষয়ে নিউজ ১৮ বাংলা ডটকম তাকে প্রশ্ন করলে তিনি জানান ট্রোলিং নিয়ে তিনি মাথা ঘামান না।
জি বাংলার আসন্ন ধারাবাহিক ফুলকির ট্রেলারের অভিনেত্রীকে ইতিমধ্যেই দেখা গিয়েছে নতুন রূপে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা চলছে। কিছুদিন আগে তাঁর এবং আদৃতের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় উঠে গুঞ্জন। তার পর থেকেই তাঁকে নানা কটূক্তির শিকার হতে হয়।
advertisement
advertisement
এত ট্রোলের শিকার হয়ে খারাপ লাগা কাজ করে কি? কৌশাম্বীর উত্তর, “না না, আমি মাথা ঘামাই না। ট্রোলিং সবাইকে নিয়ে হয় । সেটা বাড়িতে সোশ্যাল মিডিয়ায় হতে পারে। তা ছাড়া অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে প্রতিনিয়ত কথা হয়েই থাকে। তবে কারও বক্তব্যের জন্য তো আমার জীবন থেমে থাকবে না। আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব। দর্শকরা আমাদের কাজ ভালবাসেন। আমাদের পাশে থাকেন। তাঁরা আমাদের কাছে ভগবান। কিন্তু আমার ব্যক্তিগত জীবনটাও তো আমার। এ সব ট্রোলিং, বিতর্ক কোনওটাই আমায় স্পর্শ করতে পারে না।”
advertisement
মিঠাই শুটিংয়ের মাঝেই কয়েক দিনের ছুটি নিয়ে তিনি মন্দারমনি ঘুরে এসেছেন। বর্তমানে তিনি তার নতুন ধারাবাহিক ফুলকির কাজে ব্যস্ত।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kaushambi Chakraborty: 'আমার সিদ্ধান্ত আমি নেব', আদৃতকে জড়িয়ে ট্রোল নিয়ে বিস্ফোরক কৌশাম্বী, কী বলছেন
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement