Anamika Chakraborty || Uday Pratap Singh: চলে এল শুভক্ষণ, বিয়ের পিঁড়িতে 'রাতুল-হিয়া'! গাঁটছড়া কবে, মুখ খুলে চমকে দিলেন অনামিকা

Last Updated:

মিঠাই শেষ হতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার 'রাতুল' উদয় প্রতাপ সিং। গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রেমিকা অনামিকা চক্রবর্তীর সঙ্গে।

কলকাতা: কিছুদিনের মধ্যেই শেষ হবে ‘মিঠাই’। ইতিমধ্যেই শেষ হয়েছে শ্যুটিং। মিঠাই শেষ হতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার ‘রাতুল’ উদয় প্রতাপ সিং। গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রেমিকা অনামিকা চক্রবর্তীর সঙ্গে। সম্প্রতি ইনস্টাগ্রামে দু’জনেই তাঁদের আইবুড়োভাতের ছবি শেয়ার করেছেন। এই বিষয়ে নিউজ ১৮ বাংলা ডটকম অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান তাঁরা শীঘ্রই বিয়ে সারবেন।
‘রাজযোটক’ দিয়ে শুরু। তারপর অসংখ্য সিরিয়াল সিরিজও বেশ কিছু সিনেমায় দেখা গিয়েছে অনামিকাকে। তারপর ‘এখানে আকাশ নীল’-এর ‘হিয়া’ চরিত্রটির জন্য বেশ জনপ্রিয়তা পায়। অন্যদিকে, ২০১৫ সালে কাজ শুরু করেন উদয় প্রতাপ সিংহ। ‘জামাই রাজা’, ‘কী করে বলব তোমায়’-সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিকের দেখা গিয়েছে তাঁকে। পর্দায় ‘রাতুল’ হিসাবে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন।
advertisement
advertisement
আর এবার নতুন জীবনে পা রাখতে চলেছেন তাঁরা। ইনস্টাগ্রামে আইবুড়োভাতের ছবি শেয়ার করে নিয়েছেন। অনামিকার পরনে চুড়িদার ও উদয়ের পরনে শার্ট ও কালো ডেনিম। তাঁদের সামনে থালায় সাজানো খাবার। নানা রকমের ভাজা, ডাল, থেকে মাছ, মাংস, মিষ্টি, ফল, কী নেই সেখানে।
advertisement
বিয়ে নিয়ে কেমন প্রস্তুতি চলছে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ” আত্মীয়স্বজন ও কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে প্রাইভেট ভাবে হবে অনুষ্ঠান। আলাদা করে কোনও প্রস্তুতি নেবার কিছু নেই।” তাছাড়া অভিনেত্রী শারীরিক ভাবে একটু অসুস্থ। রাখঢাক রেখেই তিনি পুরো বিষয়টি জানান। বিয়ের তারিখ নিয়ে তিনি এই মুহূর্তে মুখ খুলতে রাজি নন। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে সম্ভবত রেজিস্ট্রি ম্যারেজ সারবেন তাঁরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anamika Chakraborty || Uday Pratap Singh: চলে এল শুভক্ষণ, বিয়ের পিঁড়িতে 'রাতুল-হিয়া'! গাঁটছড়া কবে, মুখ খুলে চমকে দিলেন অনামিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement