Soumitrisha Kundu: 'আমি চর্চাতেই থাকতে চাই' দেবের সঙ্গে কাজ নিয়ে বিরূপ মন্তব্যে যা বললেন সৌমিতৃষা

Last Updated:

ইতিমধ্যেই ধারাবাহিকের শ্যুট শেষ করেছেন অভিনেত্রী। তারমধ্যেই জানা গিয়েছে দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে। এই খবর সামনে আসতেই নানা রকম বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে, অভিনেতা দেবের সঙ্গে ভাল সম্পর্ক থাকার কারণে এই কাজ পেয়েছেন অভিনেত্রী।

সৌমিতৃষা কুণ্ডু
সৌমিতৃষা কুণ্ডু
কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে ধারাবাহিক ‘মিঠাই’। তার মধ্যেই প্রকাশ্যে এসেছে পর্দার মিঠাই সৌমিতৃষা কুন্ডু এবার বড় পর্দায় দেবের নায়িকা। দেবের নতুন সিনেমা প্রধান-এ দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে। এই খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর অনুরাগীরা যেমন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন আবার, অনেকেরই মন্তব্য করেছেন দেবের সঙ্গে ভাল সম্পর্কের সুবাদেই কাজ পেয়েছেন সৌমিতৃষা। এ বিষয়ে নিউজ ১৮ বাংলা ডটকমকে জানান এইসব মন্তব্য কখনই তাঁকে প্রভাবিত করে না।
কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে ‘মিঠাই’। ইতিমধ্যেই ধারাবাহিকের শ্যুট শেষ করেছেন অভিনেত্রী। তারমধ্যেই জানা গিয়েছে দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে। এই খবর সামনে আসতেই নানা রকম বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে, অভিনেতা দেবের সঙ্গে ভাল সম্পর্ক থাকার কারণে এই কাজ পেয়েছেন অভিনেত্রী। এ বিষয়ে সৌমিতৃষা বলেন ” সবাই যা বলবে, আমরা সব মেনে নেব। হ্যাঁ, সম্পর্ক তো ভীষণই ভাল। ওঁরা সবাই আমাকে ভীষণ স্নেহ করেন। কিন্তু দিনের শেষে ব্যবসাটাই বড় কথা। সেটাই সবাই আগে দেখে। আমি দেবদার বোনের মতো, সেই ভাবনা থেকে আমাকে ছবিতে নিয়ে তারপর কাজ খারাপ হবে, সেটা তো কেউই চাইবে না।
advertisement
advertisement
সৌমিতৃষা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে “একটা কাজের পর আরেকটা কাজ পাওয়া সেটা কি শুধু সুসম্পর্কের জন্য সম্ভব? যোগ্যতা না থাকলে বোধহয় পাওয়া যায় না। তবে আমার ভাল লেগেছে। কারণ আমায় নিয়ে চর্চা হচ্ছে সে তো ভালই। আমি চর্চাতেই থাকতে চাই।”
advertisement
অভিনেত্রী মতে নেগেটিভ কমেন্ট তাঁকে বেশি প্রভাবিত করতে পারেনা। সৌমিতৃষা বলেন “ভগবানের কৃপায় আমি জনপ্রিয়। আর যাঁরা জনপ্রিয়তার শীর্ষে থাকেন, তাঁদের নিয়ে সমালোচনা হয়। কারণ সেখানে এসে আরও কিছু মানুষ মন্তব্য করবে। জনপ্রিয় না হলে তো আর তা করবে না।”
advertisement
সৌমিতৃষা জানান, তাঁর কাছে আরও বেশ কিছু ছবির প্রস্তাব এসে ছিল। একটি ছবি জুনেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি সেটি করতে পারেননি। আপাতত অভিনেত্রী নিজেকে সময় দিচ্ছেন। নিজের শরীরের খেয়াল রাখছেন। অগাস্ট থেকে শুরু হবে ‘প্রধান’-এর শ্যুটিং। তার আগে তিনি নিজেকে সম্পূর্ণভাবে সুস্থ করে নিতে চাইছেন পর্দার মিঠাই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Soumitrisha Kundu: 'আমি চর্চাতেই থাকতে চাই' দেবের সঙ্গে কাজ নিয়ে বিরূপ মন্তব্যে যা বললেন সৌমিতৃষা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement