Sandy Saha: বলিউডে সঞ্চালকের ভূমিকায় স্যান্ডি! কোনও শো তে দেখা যাবে তাঁকে? দেখে নিন

Last Updated:

'রোডিস'-এর মঞ্চে প্রতিযোগী হিসেবে তাঁকে দেখেছেন দর্শকরা। আর এবার পালা 'রোডিস'-এ সঞ্চালনার। এবার তাঁকে দেখা যাবে 'রোডিস'-এ সঞ্চালকের ভূমিকায়।

আচমকাই সোশ্যাল মিডিয়া জনপ্রিয় হয়ে যায় ‘কাদা কাদা’। যিনি জনপ্রিয় করে তোলেন তিনি হলেন স্যান্ডি সাহা। এই ভিডিও থেকেই তাঁর পথ চলা শুরু । তারপর নানা ছবি থেকে শুরু করে ‘রোডিস’-এর মঞ্চে প্রতিযোগী হিসেবে তাঁকে দেখেছেন দর্শকরা। আর এবার পালা ‘রোডিস’-এ সঞ্চালনার। এবার তাঁকে দেখা যাবে ‘রোডিস’-এ সঞ্চালকের ভূমিকায়।
মুখে প্যাক লাগিয়ে মজার ছলেই একটা ভিডিও বানান স্যান্ডি। সেই ভিডিওতেই তিনি প্রথম বলেন ‘কাদা কাদা’ বলেন। আর যখন কথাটা খুব জনপ্রিয় হয়ে ওঠে, তারই সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠেন তিনিও। তারপর নানা সময় নানারকম সাজ সেজে বিভিন্ন জায়গায় গিয়ে ফেসবুক লাইভ থেকে শুরু করে নানা রকম ভিডিও বানানো শুরু করেন তিনি।
advertisement
advertisement
ধীরে ধীরে হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। তারপর তাঁকে ‘বিবাহ অভিযান’-সহ বেশ কিছু বাংলা সিনেমা ও ধারাবাহিকে দেখেছেন দর্শকরা। শুধু তাই নয় তিনি পাঁচ বছর আগে গিয়েছিলেন ‘রোডিস’-এর মঞ্চে প্রতিযোগী হিসেবে। আর এবার স্যান্ডির মুকুটে নতুন পালক। এবার তাঁকে দেখা যাবে ‘রোডিস’-এর সঞ্চালকের ভূমিকা।
advertisement
ইতিমধ্যেই শো-এর একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্যান্ডি। ঘাসের তৈরি স্যুট পরে সেখানে দেখা গিয়েছে তাঁকে। ৩ জুন থেকে নিয়মিত দেখা যাবে স্যান্ডির সঞ্চালিত অনুষ্ঠান।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sandy Saha: বলিউডে সঞ্চালকের ভূমিকায় স্যান্ডি! কোনও শো তে দেখা যাবে তাঁকে? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement