Ranajoy Bhattacharjee || Lagnajita Chakraborty: 'প্রেমে পড়া বারণ' দিয়ে শুরু, এবার লগ্নজিতা-রণজয়ের নতুন উপহার 'কবি স্কোয়ার'
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
সেই 'প্রেমে পড়া বারণ' দিয়ে শুরু, এই সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালকের জুটি বাঙালির অন্যতম প্রিয়। তাঁরা হলেন লগ্নজিতা চক্রবর্তী ও রণজয় ভট্টাচার্য। আর এবার এই জুটি নিয়ে এসেছেন তাঁদের নতুন মিউজিক ভিডিও। দুই কবির জন্মদিনের মাসে জে এস ই মিউজিকের হাত ধরে এসেছে লগ্নজিতা-রণজয়-এর নতুন মিউজিক ভিডিও 'কবি স্কোয়ার'।
সেই প্রেমে পড়া বারণ দিয়ে শুরু, এই সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালকের জুটি বাঙালির অন্যতম প্রিয়। তাঁরা হলেন লগ্নজিতা চক্রবর্তী ও রণজয় ভট্টাচার্য। আর এবার এই জুটি নিয়ে এসেছেন তাঁদের নতুন মিউজিক ভিডিও। দুই কবির জন্মদিনের মাসে জে এস ই মিউজিকের হাত ধরে এসেছে লগ্নজিতা-রণজয়-এর নতুন মিউজিক ভিডিও কবি স্কোয়ার।
advertisement
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গানকে এক অনবদ্য ফিউশন এর মধ্যে দিয়ে পরিবেশনা করেছেন এই মিউজিক ভিডিওর গান। মিউজিক ভিডিওর ক্রিয়েটিভ ডিরেক্টর 'জে এস ই মিউজিক'-এর কর্ণধার জোনাই বাগচী সিং। মিউজিক ভিডিওতে রবি ঠাকুরের গানের অংশ গেয়েছেন লগ্নজিতা, নজরুল গীতির অংশ পরিবেশন করেছেন রণজয় ভট্টাচার্য।
advertisement
advertisement
advertisement