CarryMinati || Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে ক্যারি মিনাটি, তুলে দিলেন ১৩ লাখ টাকা

Last Updated:

ক্যারি মিনাটি লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে দুর্ঘটনা কবলিতদের জন্য অর্থ সংগ্রহ করলেন। তিনি নিজের ইউটিউব চ্যানেল ‘ক্যারিস লাইভ’-এ কয়েক ঘণ্টা টানা চ্যারিটি স্ট্রিমিং-এর আয়োজন করেছিলেন।

ক্যারি মিনাটি
ক্যারি মিনাটি
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষত এখন তরতাজা। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৭৫ জন। আহতের সংখ্যাও প্রচুর। ট্রেন দুর্ঘটনা পর রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। সঙ্গে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারও থেকেও সাহায্যের কথা বলে হয়েছে। পাশাপাশি বহু স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছেন দুর্ঘটনাগ্রস্ত পরিবার গুলির পাশে। সেই সঙ্গে খ্যাতনামা ইউটিউবার ক্যারি মিনাটি পাশে দাঁড়ালেন এই সব মানুষদের।
ইউটিউবের খুব জনপ্রিয় নাম ক্যারি মিনাটি। তাঁর রোস্টিং ভিডিও জন্য তিনি বিখ্যাত। সেই সব ভিডিওর মাধ্যমে তিনি বহু মানুষকে আনন্দ দিয়েছেন। তবে শুধু নিজের কটেন্ট নয়, খারাপ সময় মানুষের পাশে থেকেও তিনি নজির গড়েছেন। ২০২০ সালে অসম ও বিহারের বন্যা, ২০১৮ সালে কেরলের বন্যা, পুলওয়ামা অ্যাটাক, ২০১৯ এর ফনি, ২০২২ -এর অসমের বন্যা ইত্যাদি ঘটনার পরও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কখনও লাইভ স্ট্রিমিং করে, আবার কখনও নিজের থেকে এই সব মানুষের কাছে সাহায্য পৌঁছে দিয়েছেন। আর এবার তিনি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্তদের জন্য সাহায্য পৌঁছে দিলেন।
advertisement
advertisement
এবারও তিনি লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে দুর্ঘটনা কবলিতদের জন্য অর্থ সংগ্রহ করলেন। তিনি নিজের ইউটিউব চ্যানেল ‘ক্যারিস লাইভ’-এ কয়েক ঘণ্টা টানা চ্যারিটি স্ট্রিমিং-এর আয়োজন করেছিলেন। শনিবার তিনি এই এটি করেন। এদিনের লাইভ স্ট্রিমিং থেকে ১১ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা সংগ্রহ করেন। সেই সঙ্গে তিনি নিজেও ১.৫ লাখ টাকা দান করেছেন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৩ লাখ টাকা দিতে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর তহবিলে দান করবেন বলে জানিয়েছেন।
advertisement
তিনি জানান এই দুর্ঘটনার ভিডিও দেখে তাঁর মন খারাপ হয়ে যাচ্ছে। যাঁরা যাঁরা এই দুর্ঘটনার মধ্যে দিয়ে গেছেন তাঁদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা করেছেন। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন এই দুর্ঘটনায় তাঁদের প্রতিও সমবেদনা জানাতে ভোলেননি ক্যারি।
advertisement
তিনি শনিবার তাঁর ইউটিব চ্যানেলে একটি পোস্ট করে লিখে লাইভ স্ট্রিমিং-এর জন্য আহ্বান জানান। তিনি লেখেন ‘ওড়িশা ট্রেন দুর্ঘটনার কথা শুনে সত্যিই মন খুব খারাপ, আজ রাত ৯টায় একটি লাইভ স্ট্রিমিং হবে। দয়া করে আসুন এবং আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করুন। অর্থের পরিমান ছোট বা বড় সেটা নয়, সবটাই নেওয়া হবে।’
বাংলা খবর/ খবর/বিনোদন/
CarryMinati || Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে ক্যারি মিনাটি, তুলে দিলেন ১৩ লাখ টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement