Swikriti Majumder: চুপিসারে বিয়ে সেরে ফেললেন মেয়েবেলার 'মৌ' তথা স্বীকৃতি মজুমদার... পাত্র কে? ছবিতে বিরাট 'চমক'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কলকাতা: বিয়েটা সেরেই ফেললেন টেলিপর্দার পরিচিত মুখ স্বীকৃতি মজুমদার। বাঙালি নয়, সম্পূর্ণ অবাঙালি মতে বিয়ে হল অভিনেত্রীর। গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত, রিসেপশনের ছবি সামনে এল অবশেষে। গত সেপ্টেম্বরে একেবারেই চুপিচুপি বিয়েটা সারেন তিনি।
বিয়েতে অভিনেত্রী পরেছিলেন সাদা শাড়ি, লাল-গোলাপি ব্লাউজ। সঙ্গে ছিল মানানসই গয়না। মাথায় ছিল শোলার মুকুট, হাতে গাছ কৌটো। তাঁর স্বামী পরেছিলেন সাদা শেরওয়ানি। তাঁর মাথাতেও ছিল পাগড়ি।
advertisement
আরও পড়ুন: গাইতে গাইতে গায়কের মুখ দিয়ে উঠে আসে রক্ত! সুপারহিট ছবির তুমুল জনপ্রিয় গান কে গেয়েছিলেন জানেন?
advertisement
এর আগে ‘খেলাঘর’ নামে এক ধারাবাহিক করলেও ‘মেয়েবেলা’ দিয়েই ঘরে ঘরে প্রিয় নাম হয়ে উঠেছিলেন স্বীকৃতি। মেয়েরা মেয়েদের শত্রু নয়- এই বার্তা তুলে ধরেছিল এই বাংলা ধারাবাহিক। ডোডো-মৌ জুটি বাঙালির দর্শকের মন ছুঁয়েছিল বারবার। পরে ‘আলোর কোলে’-তেও তাঁকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে।
advertisement
আলোর কোলে ধারাবাহিকেও তাঁর চরিত্রটি ছিল একেবারে আলাদা। অতিলৌকিক কিছু গল্প নিয়েই তৈরি হয়েছিল এই ধারাবাহিক। আসন্ন কোন সিরিয়ালে স্বীকৃতিকে দেখা যাবে, তা সময়ই বলবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 07, 2024 2:35 PM IST