Bappi Lahiri on Dhanteras : সোনার গয়না নয়, জীবনের শেষ ধনতেরস তিথিতে বাপ্পি কিনেছিলেন অন্য কিছু
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Bappi Lahiri on Dhanteras : জীবনের শেষ ধনতেরসে তিনি কোনও সোনার গয়না কেনেননি৷
মুম্বই : ধনতেরস বা ধন ত্রয়োদশী তিথি এলেই নেট দুনিয়ায় হাজির হতেন বাপ্পি লাহিড়ি৷ সেই তিথির শুভেচ্ছা-মিম হয়ে৷ অলঙ্কৃত বাপ্পি লাহিড়ির ছবি দিয়েই সুরসিকরা ধনতেরাসের শুভেচ্ছা জানাতেন৷ নিজের এই ভাবমূর্তি পছন্দ করতেন এবং সযত্নে রক্ষাও করতেন বলিউডের ডিস্কো কিং৷ কিন্তু জীবনের শেষ ধনতেরসে তিনি কোনও সোনার গয়না কেনেননি৷ তাই বলে, স্বর্ণপুরুষের জীবনে সেই তিথি স্বর্ণহীনও ছিল না৷ তাঁর বাড়িতে এসেছিল সোনার টি-সেট!( Bappi Lahiri on Dhanteras)
গত বছর নভেম্বরে দীপাবলির আগে ধনতেরসে বাপির কথায় তাঁর স্ত্রী কিনেছিলেন সোনার টি-সেট৷ এই তিথিতে সোনা কেনা হয়৷ আবার অনেক পারিবারে শুভকাজ হিসেবে কেনা হয় বাসনপত্রও৷ দুই রীতিকে মিলিয়ে বাপ্পি কিনেছিলেন সোনার বাসন৷
কিন্তু কেন কিনলেন না সোনার বাসন? শিল্পী সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘‘ধনতেরসে আমি স্ত্রীকে বললাম আমার জন্য সোনার চা পানের সেট আনতে৷’’ বাপ্পি আগেই পছন্দ করে রেখেছিলেন সেট৷ তাঁর স্ত্রী কিনে আনেন সেই উপহার৷
advertisement
advertisement
আরও পড়ুন : ‘শুধু মঙ্গলসূত্র পরাই বাকি!’, বর্ষীয়ান অভিনেতার তির্যক মন্তব্যে অপমানিত হন বাপ্পি লাহিড়ি
এই প্রসঙ্গে বাপ্পি আরও বলেন যে, সোনার সব কিছুই তো আছে, তাই স্ত্রীকে তিনি সোনার টি সেট কিনতে বলেন৷ তাঁর মনে হয়েছিল ওই শুভদিন এই সোনার বাসন কেনার জন্য উপযুক্ত৷
advertisement
আরও পড়ুন : ৩ বছর বয়সে হাতেখড়ি তবলায়, মামা কিশোর কুমারের দেখানো পথেই পা রেখেছিলেন ভাগ্নে বাপ্পি
‘ডিস্কো ডান্সার’, ‘নমক হালাল’, ‘হিম্মতওয়ালা’, ‘শরাবি’-সহ একাধিক সুপারহিট ছবির সঙ্গীত পরিচালক বাপ্পি পরিচিত ডিস্কো কিং বলেও৷ এই সে দিনও তাঁর উহ-লা-লা সুরে ভেসে গিয়েছে বলিউড৷ সাজের মতো সুরের ক্ষেত্রে বাপ্পি ছিলেন ছক ভেঙে এগিয়ে চলার পরিপন্থী৷ এমনকি, পুরনো সুরকে নতুন ছবিতে ব্যবহারের মধ্যেও তিনি দোষ খুঁজে পেতেন না৷ বলেছিলেন, ‘‘আমার পুরনো গান তাম্মা তাম্মা ব্যবহার করা হয়েছে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ ছবিতে৷ সেখান থেকেই এই ট্রেন্ড শুরু হয়েছে৷ বাপ্পি মনে করতেন দর্শকের পছন্দই শেষ কথা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2022 4:56 PM IST
