Bappi Lahiri’s obsession with gold: ‘শুধু মঙ্গলসূত্র পরাই বাকি!’, বর্ষীয়ান অভিনেতার তির্যক মন্তব্যে অপমানিত হন বাপ্পি লাহিড়ি

Last Updated:

স্বর্ণপুরুষকে তাঁর সাজের জন্য তির্যক মন্তব্যও শুনতে হয়েছে৷(Bappi Lahiri was humiliated for his gold obsession by actor Raaj Kumar)

মু্ম্বই : পুরুষদের জন্য ‘সালঙ্কারা’ শব্দে জন্য প্রতিশব্দ হয়তো ‘বাপ্পি লাহিড়ি’৷ প্রকাশ্যে তাঁকে কোনওদিন সোনার গয়না ছাড়া দেখা যায়নি৷ সুরের মতো তিনি নিজের সাজেও এনেছিলেন বৈপ্লবিক পরিবর্তন৷ ছক ভাঙা সাজের জন্য সুরকার ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির গোল্ড ম্যান৷ কিন্তু স্বর্ণপুরুষকে তাঁর সাজের জন্য তির্যক মন্তব্যও শুনতে হয়েছে৷(Bappi Lahiri was humiliated for his gold obsession by actor Raaj Kumar)
তবে বাপ্পি লাহিড়ি ছিলেন শান্ত মেজাজের মানুষ৷ এক পার্টিতে কিংবদন্তি অভিনেতা রাজকুমারের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ বিশেষ সুখকর ছিল না৷ পার্টিতেও যথারীতি সেজেগুজে গয়না পরে গিয়েছিলেন বাপ্পি৷ শোনা যায়, তাঁকে দেখে রাজকুমার নাকি বলেছিলেন, বাপ্পি সবই পরেছেন৷ শুধু মঙ্গলসূত্রটাই যা বাকি আছে! ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, এই কটু মন্তব্য ভাল লাগেনি সুরকারের৷ তবে তিনি পার্টির ছন্দ নষ্ট করতে চাননি৷ তাই সেই পার্টির সুরও কাটেনি৷
advertisement
আরও পড়ুন : ‘মামাজি’ কিশোর কুমারের হাত ধরেই সিনেমায় প্রথম অভিনয় বাপ্পির
তির্যক মন্তব্য ও কটূক্তি উড়িয়ে নিজের মতো কাজ করে গিয়েছেন বাপ্পি৷ সাজপোশাক ও সুরছন্দে ছক ভেঙেছেন বার বার৷ রাহুল দেব বর্মনের হাত ধরে সূত্রপাত শুরু হলেও বলিউডে ডিস্কো বিপ্লব হয়েছিল বাপ্পি লাহিড়ির সুরসৃষ্টিতেই৷ আট ও নয়ের দশক জুড়ে তিনি একের পর এক উপহার দিয়েছেন ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘চলতে চলতে’, ‘নমক হলাল’-এ মতো ছবি৷ নিজেকে করে তুলেছিলেন ভারতীয় সঙ্গীত জগৎ তথা ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব৷ বাংলা ছবিতেও একাধিকবার সুর দিয়েছেন তিনি৷ নিজে সুরে গেয়েওছেন বেশ কয়েকবার৷ ২০২০ সালে ‘বাগী থ্রি’ ছবির ‘ভঙ্কস’ ছিল বাপ্পি লাহিড়ির সুরারোপিত শেষ বলিউডি গান৷
advertisement
advertisement
আরও পড়ুন : ৩ বছর বয়সে হাতেখড়ি তবলায়, মামা কিশোর কুমারের দেখানো পথেই পা রেখেছিলেন ভাগ্নে বাপ্পি
কিন্তু কেন এত গয়না পরতেন বাপ্পি লাহিড়ি? সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সোনার গয়না পরার পর থেকে সুসময় তাঁর সঙ্গী হয়েছিল৷ একের পর এক গান হিট করেছিল৷ তাই তিনি স্বর্ণালঙ্কারকে আপন করে নিয়েছিলেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri’s obsession with gold: ‘শুধু মঙ্গলসূত্র পরাই বাকি!’, বর্ষীয়ান অভিনেতার তির্যক মন্তব্যে অপমানিত হন বাপ্পি লাহিড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement