Bappi Lahiri started playing table in childhood : ৩ বছর বয়সে হাতেখড়ি তবলায়, মামা কিশোর কুমারের দেখানো পথেই পা রেখেছিলেন ভাগ্নে বাপ্পি

Last Updated:

Bappi Lahiri started playing table in childhood : কলকাতা ছেড়ে ১৯ বছরের কিশোর বাপ্পি চলে যান মু্ম্বই৷ বাকিটা ইতিহাস বলিউডের অলিগলিতে৷

বাপ্পি লাহিড়ির ভারতে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুম্বাইয়ের বাড়িটি। ২০০১ সালে সাড়ে ৩ কোটি টাকা দিয়ে তিনি এই বাড়িটি কিনেছিলেন। অন্যান্য বাড়ি সম্পর্কে তেমন কোনো তথ্য নেই।
বাপ্পি লাহিড়ির ভারতে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুম্বাইয়ের বাড়িটি। ২০০১ সালে সাড়ে ৩ কোটি টাকা দিয়ে তিনি এই বাড়িটি কিনেছিলেন। অন্যান্য বাড়ি সম্পর্কে তেমন কোনো তথ্য নেই।
নরানাং মাতুলক্রম-এই প্রবাদের আদর্শ উদাহরণ বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)৷ অনেকেই জানেন না কিশোর কুমার (Kishore Kumar) ছিলেন তাঁর মামা৷ মামার হাত ধরেই সঙ্গীত জগতের সঙ্গে পরিচয় ভাগ্নের৷ তবে তারও অনেক আগে বাড়িতেই গানের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়ে গিয়েছিল৷ সঙ্গীতজ্ঞ বাবা অপরেশ লহিড়ি এবং মা, শিল্পী বাঁশুরী লাহিড়ির কল্যাণে৷ মাত্র তিন বছর বয়সে শুরু তবলাবাদন শিক্ষা৷
পরে কলকাতা ছেড়ে ১৯ বছরের কিশোর বাপ্পি চলে যান মু্ম্বই৷ বাকিটা ইতিহাস বলিউডের অলিগলিতে৷
তবে পারিবারিক ঐতিহ্যটুকুই তিনি সম্বল করেছিলেন৷ কোনও ছত্রছায়া নয়৷ সঙ্গীত দুনিয়ায় নিজের জায়গা তৈরি করেছিলেন স্বক্ষমতায় ও প্রতিভায়৷
advertisement
আরও পড়ুন : বলিউডে যাত্রাপথের শুরুতেই লতার সঙ্গে দ্বৈত, মুম্বই থেকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতায় চলে এলেন কেন?
মুম্বইয়ে পা রাখার জন্য সামিল হতে হয়েছিল কঠোর প্রতিযোগিতায়৷ হিন্দি ছবিতে সুযোগ পাওয়ার আগে বাংলা ছবিতেও গান গেয়েছেন তিনি৷
advertisement
আরও পড়ুন : নবীন প্রজন্মের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ, তাঁর প্রজন্মজয়ী সুরের আনন্দঝর্নায় সিঞ্চন অনন্ত
১৯৭৩ সালে ‘ননহা শিকারি’ ছবিতে সুরকার হিসেবে প্রথম কাজ করেন ২১ বছর বয়সি বাপ্পি লাহিড়ি৷ প্রচারের আলো তাঁর উপর পড়ে আরও দু’ বছর পর, ১৯৭৫ সালে৷ ‘জখমি’ ছবিতে তাঁর সুর এবং কণ্ঠ কেড়ে নেয় দর্শক তথা শ্রোতার মন৷ সঙ্গীতের নানা শাখায় তাঁর ছিল অনায়াস বিচরণ৷ ‘নাথিং ইজ ইম্পসিবল, কেহতা হুঁ ম্যায় সচ বিলকুল’ গানে কিশোর কুমার, মহম্মদ রফির-র সঙ্গে গেয়েছিলেন তিনি৷ দুই মহারথীর পাশে জায়গা করে নিয়েছিল নবাগতর কণ্ঠ৷ যত দিন বলিউড থাকবে, যত দিন হিন্দি ছবিতে গান থাকবে, তত দিন থাকবে ডিস্কো কিং বাপ্পি লাহিড়ির রাজপাট৷ হিন্দি ছবিতে পপ সঙ্গীতের চারণভূমি তৈরি হয়েছিল তাঁর হাতেই৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri started playing table in childhood : ৩ বছর বয়সে হাতেখড়ি তবলায়, মামা কিশোর কুমারের দেখানো পথেই পা রেখেছিলেন ভাগ্নে বাপ্পি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement