হোম /খবর /বিনোদন /
'আনন্দমঠ' নিয়ে ছবি, খুশি বঙ্কিমের পরিবার, কৃতজ্ঞতা স্বীকার রামকমলকে

'আনন্দমঠ' নিয়ে প্যান ইন্ডিয়ার ছবি, খুশি বঙ্কিমের পরিবার, কৃতজ্ঞতা স্বীকার রামকমলকে

এই ছবিতে দক্ষিণের নামকরা তারকারা কাজ করবেন বলেই কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও ছবির কাস্টিং নিয়ে এখনও মুখে কুলুপ নির্মাতাদের।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ১৭৭০ সালের সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সেই কাহিনি এ বার সেলুলয়েডে। 'আনন্দমঠ'-এর মতো এত বড় একটি উপন্যাসকে রুপোলি পর্দায় আনার সাহস করেছেন বঙ্গসন্তান রামকমল মুখোপাধ্যায়। গল্পটিকে অনুবাদ থেকে শুরু করে প্রযোজনার দায়িত্ব নেওয়া, রামকমলের এই উদ্যোগে আপ্লুত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর সজল চট্টোপাধ্যায়।

আর সে কথাই জানালেন ভিডিও করে। তাঁর কথায়, ''বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতির নাতি হিসেবে আমি, সজল চট্টোপাধ্যায়, গর্বিত যে বাংলার থেকে কেউ এক জন অবশেষে আমার দাদুর 'আনন্দমঠ' উপন্যাস নিয়ে একটি প্যান ইন্ডিয়ান ছবি বানানোর কথা ভেবেছেন। লেখক এবং পরিচালক রামকমল মুখোপাধ্যায়কে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি 'বন্দে মাতরম'-এর এই ম্যাজিককে পর্দায় নিয়ে আসার জন্য।"

জগদীশ শর্মা (প্রযোজক সুরজ শর্মার পিতা), শৈলেন্দ্র কুমার, অশ্বীন গঙ্গারাজু, রাম কমল মুখোপাধ্যায়, কে ভি বিজয়েন্দ্র প্রসাদ (বাঁ দিক থেকে) জগদীশ শর্মা (প্রযোজক সুরজ শর্মার পিতা), শৈলেন্দ্র কুমার, অশ্বীন গঙ্গারাজু, রাম কমল মুখোপাধ্যায়, কে ভি বিজয়েন্দ্র প্রসাদ (বাঁ দিক থেকে)আরও পড়ুন: বঙ্কিমের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা, পর্দায় এবার 'আনন্দমঠ'! দায়িত্বে রাজামৌলির বাবা

ভিডিওটি নিজের বাড়িতেই করেছেন। পিছনেই দেওয়ালে বঙ্কিমের একটি ছবি টাঙানো রয়েছে দেওয়ালে। তারই সামনে দাঁড়িয়ে 'আনন্দমঠ' নিয়ে কথা বললেন সজল।

হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালাম, তেলুগু এবং বাংলা ভাষায় ডাবিং হবে এই ছবি। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় '১৭৭০ এক সংগ্রাম'-এর চিত্রনাট্য লিখেছেন বিখ্যাত চিত্রনাট্যকার এবং দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলীর বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। জি স্টুডিয়ো’র প্রাক্তন কর্ণধার সুজয় কুট্টি, শৈলেন্দ্র কুমার, সূর্য শর্মা এবং রামকমল মুখোপাধ্যায়ের প্রযোজনায় ছবির কাজ শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: বঙ্কিমের 'আনন্দমঠ' নিয়ে ছবি, বাদ পড়ে যাচ্ছে বাংলাই! মুখ খুললেন রামকমল

এই ছবিতে দক্ষিণের নামকরা তারকারা কাজ করবেন বলেই কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও ছবির কাস্টিং নিয়ে এখনও মুখে কুলুপ নির্মাতাদের। সম্প্রতি 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর উপলক্ষে মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে।

Published by:Teesta Barman
First published:

Tags: 1770 Ek Sangram, Bankim chandra chattopadhyay, Ram Kamal Mukherjee