বঙ্কিমের 'আনন্দমঠ' নিয়ে ছবি, বাদ পড়ে যাচ্ছে বাংলাই! মুখ খুললেন রামকমল
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
রামকমলের কথায়, ''দুর্ভাগ্যবশত বাংলায় স্টুডিও ফরম্যাটে এমন একটি ছবি বানানোর মতো পরিকাঠামো নেই। এর জন্য প্রচুর জায়গা এবং সরঞ্জামের প্রয়োজন হবে। এতে অতিরিক্ত খরচ পড়ে যাচ্ছে।''
#কলকাতা: দুর্ভিক্ষপীড়িত বাংলায় সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে ‘আনন্দমঠ’ উপন্যাসটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৭৭০ সালের সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সেই কাহিনি এ বার সেলুলয়েডে। কিন্তু বাংলার প্রেক্ষাপটে লেখা সেই উপন্যাস নিয়ে ছবি বানানোর সময়ে বাদ পড়ে গেল সেই বাংলাই!
হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালাম, তেলুগু এবং বাংলা ভাষায় ডাবিং হবে এই ছবি। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় '১৭৭০ এক সংগ্রাম'-এর চিত্রনাট্য লিখেছেন বিখ্যাত চিত্রনাট্যকার এবং দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলীর বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। জি স্টুডিয়ো’র প্রাক্তন কর্ণধার সুজয় কুট্টি, শৈলেন্দ্র কুমার, সূর্য শর্মা এবং রামকমল মুখোপাধ্যায়ের প্রযোজনায় ছবির কাজ শুরু হয়ে গিয়েছে।
advertisement
advertisement
advertisement
প্রথমে স্থির হয়েছিল হায়দরাবাদ, পশ্চিমবঙ্গ এবং লন্ডনের বিভিন্ন জায়গায় শ্যুট হবে এই ছবি। কিন্তু শ্যুটিংয়ের জন্য জায়গা নির্বাচণ করতে গিয়ে দেখা গেল, বাংলার নতুন পরিকাঠামোতে এই ছবি শ্যুট করতে গেলে ছবির বাজেট অসম্ভব বেড়ে যাচ্ছে। তাই নকল বাংলা বানানো হবে অন্য রাজ্যেই। হায়দরাবাদেই সেট ফেলা হবে বঙ্কিমের উপন্যাসের।
advertisement
ছবির প্রযোজক এবং নির্মাতা রামকমলের কথায়, ''দুর্ভাগ্যবশত বাংলায় স্টুডিও ফরম্যাটে এমন একটি ছবি বানানোর মতো পরিকাঠামো নেই। এর জন্য প্রচুর জায়গা এবং সরঞ্জামের প্রয়োজন হবে। যা আমাদের মুম্বই বা হায়দরাবাদ থেকে আনাতে হবে। এতে অতিরিক্ত খরচ পড়ে যাচ্ছে। অর্থনীতি ও অন্যান্য বিষয় মাথায় রেখে আমরা হায়দরাবাদে এই ছবিটি নির্মাণের কথা ভেবেছি।''
advertisement

আরও পড়ুন: প্যান ইন্ডিয়ার সিনেমা বাংলায়! বাহুবলির পর স্ক্রিপ্ট বঙ্কিমচন্দ্রকে নিয়ে! অনুবাদে রামকমল মুখোপাধ্যায়
advertisement
এই ছবিতে দক্ষিণের নামকরা তারকারা কাজ করবেন বলেই কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও ছবির কাস্টিং নিয়ে এখনও মুখে কুলুপ নির্মাতাদের। সম্প্রতি 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর উপলক্ষে মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2022 8:33 PM IST