অসুস্থ অবস্থাতে অতিথিসেবা, প্রসেনজিতের বাড়িতে বাংলাদেশের চঞ্চল-শেহনাজদের নৈশভোজ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেল, সকলের প্রিয় বুম্বাদা নাকি বড় আদর করে নিমন্ত্রণ জানিয়েছিলেন। সূত্রের দাবি, প্রসেনজিৎ বলেছিলেন, 'বাবু, তোমাদের সবাইকে আসতে হবে। অবশ্যই তোমরা বাংলাদেশের সবাই আসবে। তোমাদের অপেক্ষায় থাকব।'
#কলকাতা: দুই বাংলার মিলনের এক মধুর মুহূর্ত। খাওয়া-দাওয়া, খোশগল্প, আড্ডা, ছবি তোলা, দুই বাংলার দুই উচ্চপ্রশংসিত শিল্পী এক জায়গায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন চঞ্চল চৌধুরীকে। সঙ্গে ছিলেন বাংলাদেশের আরও কয়েক জন জনপ্রিয় শিল্পী, শেহনাজ খুশি, বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, বৃন্দাবন দাস, পরিচালক সৈয়দ শাওকি প্রমুখ। বাংলাদেশের শিল্পীরা হইচইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় এসেছিলেন।
২০১০ সালে 'মনের মানুষ' ছবিতে দুই শিল্পী একসঙ্গে অভিনয় করেছিলেন। তখন থেকেই আলাপ পরিচয়। ফের ১২ বছর পর একজোট হলেন প্রসেনজিৎ-চঞ্চল।
advertisement
আর সেই ছবিই পোস্ট করেছেন বিজরী। একটি নয়, একাধিক। তাঁদের আড্ডার কয়েক ঝলক ভেসে উঠেছে সেখানে। বিজরী ফেসবুক পোস্টে লিখেছেন, 'একজন শিল্পীর বিনয় তাকে মানুষ হিসেবে অনেক উঁচুতে নিয়ে যায়। সেটি প্রমাণ করেছেন কলকাতার প্রথিতযশা জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা)। তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও বিনয়ে আমরা মুগ্ধ হলাম। তিনি রাতের খাবারের আয়োজন করেছিলেন তার বাড়িতে আমাদের জন্য মানে বাংলাদেশের কিছু শিল্পীদের জন্য। চমৎকার সময় আমরা কাটিয়েছি তার বাড়িতে। ভীষণ পরিপাটি এবং শৈল্পিকতার ছোঁয়ায় পরিপূর্ণ এ বাড়িটির রয়েছে ঐতিহাসিক মর্যাদা। দারুণ একটি সময় কাটালাম আমরা। চঞ্চল চৌধুরী, তোমাকে ধন্যবাদ এই উদ্যোগটি নেওয়ার জন্য।'
advertisement
ছবিগুলিতে দেখা গেল, প্রসেনজিত সকলকে নিজের বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছেন। কোথাও মস্ত ডাইনিং হলে বসে খাওয়া দাওয়া করছেন এক ঝাঁক শিল্পী। এ দিকে তাঁর নাকি ঠান্ডা লেগেছিল। কিন্তু অতিথি সেবায় তাও কোনও ত্রুটি রাখেননি টলি নায়ক।
advertisement

বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেল, সকলের প্রিয় বুম্বাদা নাকি বড় আদর করে নিমন্ত্রণ জানিয়েছিলেন। সূত্রের দাবি, প্রসেনজিৎ বলেছিলেন, 'বাবু, তোমাদের সবাইকে আসতে হবে। অবশ্যই তোমরা বাংলাদেশের সবাই আসবে। তোমাদের অপেক্ষায় থাকব।' চঞ্চলকে নাকি আদর করে 'বাবু' ডাকেন বুম্বাদা। সম্প্রতি মুক্তি পাওয়া 'কারাগার' ওয়েব সিরিজে চঞ্চলের অভিনয় নিয়ে প্রশংসায় কলকাতার তাবড় তাবড় শিল্পীরা।
advertisement
বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে চঞ্চল বলেন, 'গেলাম, খেলাম, দাদা নিজে দায়িত্ব নিয়ে খাওয়ালেন এই তো। আসলে দাদার সঙ্গে পরিচয় সেই 'মনের মানুষ' সিনেমার ওই সময় থেকে। সেই সম্পর্কটা এখনো অনেক গভীর। দাদা যখন আমাদের সবাইকে আমন্ত্রণ জানালেন, তখনই মনে হচ্ছিল এবার একটা আড্ডা জমবে। পর্দায় দেখা আর শ্যুটিংয়ে দেখা মানুষটা এতটা বিনয়ী, এতটা অতিথিপরায়ণ হবে ভাবাই যায় না। তিনি নিজে বসে থেকে খাবার পরিবেশন করালেন। কার কী লাগবে খেয়ালও রাখছিলেন। আর বাংলাদেশের কাজ তিনি নিয়মিত দেখেন। চরকি (বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম) তাঁর সাবস্ক্রাইব করা। 'হাওয়া' সিনেমা নিয়ে কথা বললেন। দুই বাংলাতেই কাজ নিয়ে কীভাবে দর্শকদের সামনে আসা যায়, সেগুলো নিয়ে কথা বললেন। পরে পুরো বাড়ি ঘুরে দেখালেন। কতটা ঐতিহ্যের মধ্যে তিনি বসবাস করেন ভাবা যায় না। আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল। পরে তিনি দুটো গাড়ি দিয়ে আমাদের পৌঁছে দিলেন।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2022 2:50 PM IST