সেলুলয়েডে আন্ডারওয়ার্ল্ড, কলকাতা শহরের অন্ধকার জগতের গল্প বলতে আসছে 'Calcutta 99'

Last Updated:

বিভিন্ন লাইভ লোকেশন ফ্রেমবন্দি করা হবে ফিল্মে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ। কলাকুশলীদের তালিকাও আর কিছুদিনের মধ্যে সিনেপ্রেমীদের সামনে চলে আসবে।

Based on the underworld activity in Kolkata movie Calcutta 99 will release
Based on the underworld activity in Kolkata movie Calcutta 99 will release
#কলকাতা: পরিচালক রাম গোপাল ভার্মার ছবিতে, আমরা বারবার দেখেছি মুম্বইয়ের অন্ধকার জগতের গল্প উঠে এসেছে। মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড নিয়ে রাম গোপাল ভার্মার মত সেলুলয়েডে পরীক্ষানিরীক্ষা খুব কম পরিচালকই করেছেন।
আর কলকাতার কথা ধরলে তো এক বাক্যে বলা যায়, এখানকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে সেই অর্থে ডার্ক ছবি পরিচালনা করার সাহস পরিচালকরা সেভাবে দেখান নি। বাংলা ছবিতে এখানকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগত সেভাবে উঠে আসেনি তা নয়। তবে কোনও ছবি সেভাবে মনে দাগ কাটতে পারেনি। আবার বাস্তবের সঙ্গে বিস্তর পার্থক্য থাকায় দর্শকরাও সেইসব ছবির সঙ্গে নিজেদের একাত্ম করতে পারেন নি।
advertisement
advertisement
*নব্বই দশকের শেষের দিকে কলকাতা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প বলবে ‘Calcutta 99’। এবারে এই শহরের গল্প ফুটে উঠবে বড় পর্দায়। ‘Calcutta 99’ নব্বই দশকের শেষের দিকে কলকাতা শহরের আন্ডার ওয়ার্ল্ডের গল্প বলবে  মুক্তি পেল তার অফিসিয়াল নাম ও টিজার পোস্টার।
advertisement
পোস্টার এ দেখা যাচ্ছে বৃষ্টিভেজা ও জলমগ্ন কলকাতা , আর দুজন পুলিশ অফিসার ।। একজন নবীন আর আরেকজন প্রবীণ। এখনই অভিনেতাদের নাম জানাতে রাজি নন নির্মাতা। সেই নামগুলো তারা এখন ধোঁয়াশার মধ্যেই রাখতে চান। তবে পরিচালক জয়ব্রত দাস জানান "বেশ কিছু নামকরা অভিনেতা অভিনেত্রী থাকবেন এই ছবিতে। কিছুদিনের মধ্যে ফিল্মের অভিনেতাদের নাম  সকলে জানা যাবে।’  জয়ব্রত দাস আর সিনেমাটোগ্রাফার অর্ণব লাহা srfti এর লাস্ট ইয়ার এর স্টুডেন্ট।
advertisement
প্রমোদ ফিল্মস আর কুইনটেলস এন্টারটেনমেন্ট এর ব্যানারে যৌথ প্রযোজনা তে আসছে ‘Calcutta 99'। ঋষি পান্ডা এই সিনেমার মিউজিক করছে । মিউজিক ডিরেক্টর হিসেবে এটা তার ফিচার ফিল্ম এ প্রথম কাজ।
খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে। বিভিন্ন লাইভ লোকেশন ফ্রেমবন্দি করা হবে ফিল্মে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ। কলাকুশলীদের তালিকাও আর কিছুদিনের মধ্যে সিনেপ্রেমীদের সামনে চলে আসবে। তবে আর পাঁচটা আন্ডারওয়ার্ল্ডের ওপর তৈরি ছবির থেকে 'Calcutta 99' কতটা আলাদা তা সময়ই বলবে।
advertisement
Manash Basak
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সেলুলয়েডে আন্ডারওয়ার্ল্ড, কলকাতা শহরের অন্ধকার জগতের গল্প বলতে আসছে 'Calcutta 99'
Next Article
advertisement
IPAC Case Hearing Update: এজলাসে তুমুল হইহট্টগোল- চিৎকার, উঠে গেলেন বিচারপতি! হাইকোর্টে বেনজির ঘটনা, পিছিয়ে গেল আইপ্যাক কাণ্ডে জোড়া মামলার শুনানি
এজলাসে তুমুল হইহট্টগোল, উঠে গেলেন বিচারপতি!হাইকোর্টে পিছোল IPAC কাণ্ডে জোড়া মামলার শুনানি
  • কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি৷

  • ইডি, তৃণমূলের মামলা ঘিরে এজলাসে তুমুল হইহট্টগোল৷

  • উঠে গেলেন বিচারপতি, পরবর্তী শুনানি ১৪ জানুয়ারি৷

VIEW MORE
advertisement
advertisement