Model's Death: মাত্র ২৭ বছর বয়সেই শেষ হয়ে গেল সব... প্রয়াত বিপুল জনপ্রিয় পরমা সুন্দরী মডেল! বিরল রোগই কেড়ে নিল প্রাণ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ব্রেন আর্টেরিওভেনাস ম্যালফরমেশন (AVM) এর জন্য অস্ত্রোপচার করানোরও কথা ছিল।
ক্যানবেরা: প্রয়াত অস্ট্রেলিয়া’র নেক্সট টপ মডেল। ভার্সেসের মতো জনপ্রিয় মডেলদের সঙ্গে একই মঞ্চে হাঁটা মডেল লুসি মার্কোভিচ (Lucy Markovic-এর) জীবনাবসান হল মাত্র ২৭ বছর বয়সেই। এলিট মডেল ম্যানেজমেন্ট বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে। বিরল মস্তিষ্কের রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মার্কোভিচের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতেও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেয়ার করা হয়ে
এলিট মডেল ম্যানেজমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, মডেলিং ছিল তাঁর স্বপ্ন। একাধিক নামী ব্র্যান্ডের জন্য ক্যাটওয়াক করে সফল মডেলিং ক্যারিয়ার গড়ে তোলেন তিনি। ভোগের বিভিন্ন আন্তর্জাতিক সংস্করণে তাঁর ছবি দেখা গিয়েছে। সপ্তা’ তিনেক আগে মার্কোভিচ ইনস্টাগ্রামে ঘোষণা করে, তিনি মস্তিষ্কজনিত একটি বিরল অসুখে ভুগছেন। ব্রেন আর্টেরিওভেনাস ম্যালফরমেশন (AVM) এর জন্য অস্ত্রোপচার করানোরও কথা ছিল। হাসপাতালে থাকাকালীন সময়ের একটি ছবিও ভাইরাল হয়। সঙ্গে মস্তিষ্কের স্ক্যানের একটি ছবিও ছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: কসবার অশান্তিতে শিক্ষকদের সঙ্গে ভিড়ে মিশে ছিল বহিরাগতরা! চিহ্নিত করা হয়েছে, দাবি করলেন নগরপাল
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল। কাল্ট অস্ট্রেলিয়া (Kult Australia)-তে লেখা হয়েছে তিনি শুধু মডেলই ছিলেন না, ছিলেন এক নিপাট ভাল মনের মানুষও। Donatella Versace তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। মডেলিংয়ের জগতে এক খ্যাতিসম্পন্ন নাম হতে পারতেন তিনি। কিন্তু মৃত্যুতেই সব শেষ হয়ে গেল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 12, 2025 1:00 PM IST