বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ৩ জন চুপিচুপি ঢুকেছিল পশ্চিমবঙ্গে, এমন এক 'খেলায়' মাতল তারা, ফাঁস হতে গোটা দেশ তাজ্জব!
- Published by:Tias Banerjee
Last Updated:
Border: শহরের প্রান্তে, জনবহুল বাওয়ানা এলাকায় বছরের পর বছর ধরে যারা ছিল ছদ্মবেশে, সেই তিন মুখোশপরা মানুষের পরিচয় ফাঁস! ঘটনাটি যেন গোটা দেশের নিরাপত্তাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাল। কী সেই রহস্য, কী সেই চক্রান্ত—উত্তর মিলল ধীরে ধীরে।
advertisement
advertisement
বড়সড় চক্রান্তের পর্দাফাশ করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গ্রেফতার করা হয়েছে তিন বিদেশি নাগরিককে। জানা গিয়েছে, ওই তিনজন বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। এরপর তাঁদের ভুয়ো নথি তৈরি করা হয় পশ্চিমবঙ্গে। পরে তাঁরা চলে আসে দিল্লিতে এবং সেখানে বাস করতে শুরু করে। (Representative Image: AI generated)
advertisement
advertisement
প্রথমে নিজেদের ভারতীয় বলেই দাবি করে অভিযুক্তরা। তাঁরা বৈধ নথি দেখিয়ে বাংলাদেশের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেই বোঝাতে চায়। কিন্তু তদন্তে উঠে আসে, তাঁদের সমস্ত নথিই ভুয়ো। এরপর কড়া জেরা করা হলে অভিযুক্তরা স্বীকার করে নেয়, সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল তারা। তারপর পশ্চিমবঙ্গে স্থানীয় কিছু লোকের সাহায্যে জন্মসনদ, আধার কার্ড ইত্যাদি জাল নথি তৈরি করায়। (Representative Image: AI generated)
advertisement
advertisement
advertisement