Kolkata Police on Kasba Incident: কসবার অশান্তিতে শিক্ষকদের সঙ্গে ভিড়ে মিশে ছিল বহিরাগতরা! চিহ্নিত করা হয়েছে, দাবি করলেন নগরপাল

Last Updated:

এ দিন নগরপাল স্বীকার করে নিয়েছেন, কসবায় ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের অভিযান যে এত বড় আকার নেবে, তা প্রথমে পুলিশ আন্দাজই করতে পারেনি৷

কসবা কাণ্ডে বড় অভিযোগ নগরপাল মনোজ ভার্মার৷
কসবা কাণ্ডে বড় অভিযোগ নগরপাল মনোজ ভার্মার৷
কলকাতা: কসবায় ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের অভিযান এবং গন্ডগোলের ঘটনায় বহিরাগতরা জড়িত বলে অভিযোগ তুলল কলকাতা পুলিশ৷ এ দিন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজেই এই দাবি করেছেন৷ কলকাতার নগরপালের দাবি, গত বুধবার কসবার ওই ঘটনায় চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ভিড়ে মিশে ছিলেন বেশ কিছু বহিরাগত৷ তদন্তে সেই বহিরাগতদের চিহ্নিতও করা হয়েছে বলে দাবি করেছেন নগরপাল৷ তদন্তের স্বার্থেই সেই বহিরাগতদের নাম প্রকাশ করা হচ্ছে না বলে দাবি করেছেন মনোজ ভার্মা৷
শুধু তাই নয়, এ দিন কলকাতা পুলিশের পক্ষ থেকে কসবার ঘটনার জন্য পাল্টা বিক্ষোভকারী শিক্ষকদেরকেই কাঠগড়ায় তুলেছে কলকাতা পুলিশ৷ দাবি করা হয়েছে, কসবার ঘটনায় অন্তত ১৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন৷ নগরপাল মনোজ ভার্মাও বলেছেন, শিক্ষকরা যে এমন মারমুখী হয়ে উঠবেন তা প্রথমে আন্দাজই করতে পারেনি পুলিশ৷ পুলিশকর্মীদের উপরে আক্রমণের দায় কেন কেউ নিচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন তিনি৷
advertisement
advertisement
নগরপাল মনোজ ভার্মা বলেন, বুধবার কসবার ঘটনায় যে শিক্ষকরা ছাড়াও বহিরাগতরা জড়িত, আমরা সে বিষয়ে নিশ্চিত৷ প্রথমে যখন শিক্ষকদের মিছিল ডিআই অফিসে পৌঁছয় তখনই সেখানে বহিরাগতদের উপস্থিতি নজরে আসে৷ পরে তদন্ত চলাকালীনও আমরা বহিরাহতদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছি৷ তাঁদের আমরা চিহ্নিতও করেছি৷ তদন্ত চলছে বলে বহিরাগতদের নাম আমরা প্রকাশ করছি না৷
advertisement
তবে এ দিন নগরপাল স্বীকার করে নিয়েছেন, কসবায় ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের অভিযান যে এত বড় আকার নেবে, তা প্রথমে পুলিশ আন্দাজই করতে পারেনি৷ প্রাথমিক ভাবে ঘটনাস্থলে মাত্র ১২ থেকে ১৫ জনের পুলিশ বাহিনী উপস্থিত ছিল বলে জানিয়েছেন নগরপাল৷ গন্ডগোল বড় আকার নেওয়ায় পরে আরও বাহিনী নিয়ে আসা হয়৷ পুলিশের অভিযোগ, তালা ভেঙে, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো উস্কানিও দেওয়া হয়েছিল বিক্ষোভকারীদের মধ্যে থেকে৷
advertisement
মনোজ ভার্মা বলেন, শিক্ষকদের কর্মসূচিতে কী আশা করা হবে? সেখানে হিংসা, গন্ডগোল হবে? কর্মসূচি ছিল ডিআই অফিসে তালা দেওয়ার৷ তালা দেওয়া আর তালা ভাঙার মধ্যে বিস্তর ফারাক আছে৷ শিক্ষকরা পুলিশকে মারবেন, আমরা এটা কেউ ভাবতে পারে? আমরাও তাই প্রথমে সেই অনুযায়ী বাহিনী মোতায়েন করেছিলাম৷ পরে আরও বাহিনী নিয়ে আসা হয়৷
advertisement
ঘটনাচক্রে আরজি কর হাসপাতালে ভাঙচুরের পরই অনেকটা একই সুরে যুক্তি সাজিয়েছিল কলকাতা পুলিশ৷ কসবা কাণ্ডেও বহিরাগত তত্ত্বের পাশাপাশি পুলিশের গোয়েন্দা ব্যর্থতার বিষয়টিও তাই সামনে চলে এল৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police on Kasba Incident: কসবার অশান্তিতে শিক্ষকদের সঙ্গে ভিড়ে মিশে ছিল বহিরাগতরা! চিহ্নিত করা হয়েছে, দাবি করলেন নগরপাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement