আরিয়ান খানের ভিডিও ভাইরাল... পাবের অন্দরে শাহরুখ-পুত্রের আচরণ নিয়ে প্রশ্ন
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
জানিয়ে রাখা ভাল, আরিয়ান খান তাঁর ব্র্যান্ডের প্রচারের জন্য একটি অনুষ্ঠানে বেঙ্গালুরুতে ছিলেন। সেই সফরের সময় তিনি অভিনেতা জায়েদ খান এবং ধন্যা রামকুমারের সঙ্গে দেখা করেন।
মুম্বই: আরিয়ান খানের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ক্লিপে তাঁকে একটি পাব-এ নিজের মধ্যমা প্রদর্শন করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই জনসমক্ষে তাঁর আচরণ নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে আরিয়ান খান বেঙ্গালুরুতে একটি পাবে প্রবেশ করছেন। তাঁর সঙ্গে ছিলেন কন্নড় অভিনেতা জায়েদ খান এবং মহম্মদ নালপাড়। প্রথমে আরিয়ান খানকে আনন্দের সঙ্গে ভিড়ের দিকে হাত নাড়তে দেখা গেলেও পরে আচমকা মধ্যমা প্রদর্শন করতে দেখা যায়। স্টার কিডের আচরণ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Actor #ShahRukhKhan’s son #AryanKhan recently visited #Bengaluru. He had come to the city for a private event but ended up causing controversy.
Fans had gathered at a pub to see him, and during this time, he showed his middle finger in public.
A video of the incident has gone… pic.twitter.com/HfRIgrLapK
— Hate Detector 🔍 (@HateDetectors) December 4, 2025
advertisement
advertisement
জানিয়ে রাখা ভাল, আরিয়ান খান তাঁর ব্র্যান্ডের প্রচারের জন্য একটি অনুষ্ঠানে বেঙ্গালুরুতে ছিলেন। সেই সফরের সময় তিনি অভিনেতা জায়েদ খান এবং ধন্যা রামকুমারের সঙ্গে দেখা করেন। আরিয়ান খানের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে। আরিয়ান খান সম্প্রতি পরিচালক হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। এ বছর ‘The Ba***ds of Bollywood’ সিরিজের মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 05, 2025 2:40 PM IST

