Arun Govil: 'কিছু বলার মতো অবস্থায় নেই' রাম মন্দির উদ্বোধনে যোগ দেওয়ার পর হতাশ পর্দার রাম অরুণ গোভিল

Last Updated:

Arun Govil: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে অরুণ গোভিল উপস্থিত ছিলেন। তবে সেখানে যোগ দেওয়ার পর হতাশা প্রকাশ করেছেন তিনি।

টিভিতে শ্রী রামের চরিত্রে যে সব অভিনেতাদের দেখা গিয়েছে তাঁদের মধ্যে অন্যতম হলেন অরুণ গোভিল। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে তিনিও উপস্থিত ছিলেন। তবে সেখানে যোগ দেওয়ার পর হতাশা প্রকাশ করেছেন তিনি। ঐতিহাসিক অনুষ্ঠানে অতিথি হওয়া সত্ত্বেও, অভিনেতা নবনির্মিত মন্দিরে দর্শনের সুযোগ পাননি।
একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, রাম মন্দির নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “ আমার স্বপ্নপূর্ণ হয়েছে, কিন্তু প্রভুর দর্শন করা হয়নি।” ছলছল চোখে তিনি বলেন, ‘আমি এখন কিছু বলার মতো অবস্থাতেই নেই।” তিনি ছাড়াও আরও অনেক সেলিব্রিটিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি ও ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
advertisement
advertisement
রামায়ণের এত জনপ্রিয়তা পাওয়ার পরও তাঁকে খুব বেশি কাজ করতে দেখা যায়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে, রামায়ণের পর নানান পৌরাণিক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। একটি সাক্ষাৎকারে তিনি জানান, রামানন্দ সাগরের সঙ্গে কাজ করে তিনি যে সাড়া পেয়েছেন তা তার জন্য তাঁর অনেক ভালও হয়েছে, কিন্তু এটি তাঁর কেরিয়ারে প্রভাবও ফেলে ছিল।
advertisement
তিনি জানান, তিনি এই কাজ করে অনেক সম্মান পেয়েছেন, কিন্তু এটি তাঁকে বাণিজ্যিক চলচ্চিত্র থেকে দূরে সরিয়ে দিয়েছে। চলচ্চিত্র নির্মাতারা তাঁকে বলতেন যে ভগবান রামের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে যেভাবে ছাপ ফেলেছে, সেখানে তাঁকে অন্য ভূমিকায় দর্শকরা কীভাবে গ্রহন করবেন তা ভাবার বিষয়। তাই বহু কাজ তাঁর হাতছাড়া হয়।
advertisement
২৫ জানুয়ারী, ১৯৮৭-এ প্রথম রামানন্দ সাগরের রামায়ণ ভারত জুড়ে টেলিভিশনে প্রচারিত হয়েছিল। এটি দূরদর্শনে প্রচারিত হত। প্রতি রবিবার টিভিতে সম্প্রচারিত হত এই অনুষ্ঠান ৷ শ্রী রামের ভূমিকায় ছিলেন অরুণ গোভিল এবং দেবী সীতার ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকা চিখলিয়াকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arun Govil: 'কিছু বলার মতো অবস্থায় নেই' রাম মন্দির উদ্বোধনে যোগ দেওয়ার পর হতাশ পর্দার রাম অরুণ গোভিল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement