Ayodhya Ram Mandir: অযোধ্যার নব নির্মিত রাম মন্দিরে তোলা অমিতাভ বচ্চনের ছবি ভাইরাল! অভিনেতা দিলেন বিশেষ বার্তা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
অমিতাভ বচ্চন অযোধ্যায় সদ্য উদ্বোধন হওয়া রাম মন্দিরে রামলালার মূর্তির সঙ্গে একটি ছবি তুলে শেয়ার করেছেন। অভিনেতা তার ব্লগ এবং এক্স অ্যাকাউন্টে মন্দির দর্শনের ছবি শেয়ার করেছেন।
অযোধ্যা: অমিতাভ বচ্চন অযোধ্যায় সদ্য উদ্বোধন হওয়া রাম মন্দিরে রামলালার মূর্তির সঙ্গে একটি ছবি তুলে শেয়ার করেছেন। অভিনেতা তার ব্লগ এবং এক্স অ্যাকাউন্টে মন্দির দর্শনের ছবি শেয়ার করেছেন। অভিনেতা মন্দিরের ভিতরে দাঁড়িয়ে ছিলেন। তাঁকে প্রার্থনা করতে দেখা যায় ছবিতে। অভিনেতার পরনে ছিল সাদা কুর্তা-পায়জামা সঙ্গে ছিল একটি শাল।
ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘বল সীতাপতি শ্রী রামচন্দ্রে জয়।’ নিজের ব্লগে ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, “ঐশ্বরিক একটি দিন কাটালাম.. অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে ফিরে আমি খুবই আনন্দিত, শ্রীরামের মহিমা অপার।”
advertisement
advertisement
মন্দিরে প্রার্থনা করার পরে, অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন। অমিতাভ তাঁকে হাত জোড় করে শুভেচ্ছা জানাতে ভোলেনি। অভিষেক আসার এগে পর্যন্ত তাঁদের কথা বার্তা হয়েছে।
advertisement
প্রবীণ তারকাকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছে। জানা গেছে যে প্রধানমন্ত্রী অমিতাভকে তাঁর হাতের সার্জারির সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। কিছুদিন আগেই তাঁর হাতে অস্ত্রোপচার হয়েছে। তাঁদের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
T 4899 – बोल सिया पति रामचंद्र की जय 🚩 pic.twitter.com/6S8rhQD8Uk
— Amitabh Bachchan (@SrBachchan) January 22, 2024
advertisement
সোমবার অযোধ্যায় নব নবনির্মিত রাম মন্দিরে ভগবান রামলালার মূর্তি স্থাপন করা হয়। মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষ। কেবল অমিতাভ ও অভিষেক নয়, এদিন রাম মন্দিরে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল এবং কঙ্গনা রানাউত-সহ বহু তারকা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2024 8:47 AM IST