Arijit Viral Photo: স্ত্রীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি ফাঁস হল নেটদুনিয়ায়, জন্মদিনে দেখে নিন অচেনা অরিজিৎকে

Last Updated:

Arijit Viral Photo: গায়কের জন্মদিনের দিন ফ্যান পেজের পক্ষ থেকে স্ত্রী কোয়েলের সঙ্গে অরিজিতের রোম্যান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

স্ত্রীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি ফাঁস হল নেটদুনিয়ায়, জন্মদিনে দেখে নিন অচেনা অরিজিৎকে
স্ত্রীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি ফাঁস হল নেটদুনিয়ায়, জন্মদিনে দেখে নিন অচেনা অরিজিৎকে
মুম্বই: অরিজিৎ সিং মানেই অনুরাগীদের মধ্যে টানটান উত্তেজনা৷ ৩৬-এ পা দিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ আট থেকে অষ্টাদশীর হৃদয়ে ঝড় তুলতে তার নামটাই যেন যথেষ্ঠ। বলিউডের সঙ্গীতের বাদশা বলে মানা হয় অরিজিৎ সিংকে। বর্তমানে ভারতীয় মিউজিক ইন্ডাস্টির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং৷ তাঁর গলার জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল৷ ছোটবেলা থেকেই গানের প্রতি আসক্তি, এককথায় গানকে আঁকড়ে ধরেই বড় হয়েছেন অরিজিৎ সিং৷ এবারের জন্মদিনটা কেমন ভাবে কাটাচ্ছেন অরিজিৎ সিং, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
২০০৫ সালে 'ফেম গুরুকুল'-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অরিজিৎ সিং-এর। তবে 'ফেম গুরুকুল'-এর ফাইনালে জায়গা করে উঠতে পারেননি তিনি৷ তারপর থেকেই শুরু হয়েছিল স্ট্রাগল৷ সবাইকে পিছনে ফেলে মিউজিক ইন্ডাস্ট্রিতে সফলতার সঙ্গে নিজের জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং৷ গায়কের ব্যক্তিগত জীবনও চলচ্চিত্রের মতো৷ নিজের পার্সোনাল লাইফের জন্য হামেশাই শিরোনামে থাকেন অরিজিৎ সিং৷ সম্প্রতি গায়কের জন্মদিনের দিন স্ত্রী কোয়েলের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে৷ যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
বর্তমানে ছোটবেলার বান্ধবী কোয়েলকে নিয়ে অরিজিতের সুখের সংসার৷ ২০১৪ সালে কোয়েলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অরিজিৎ সিং৷ খুব ছিমছাম ভাবেই বিয়েটা করেছিলেন তারা৷ এখানেই শেষ নয়, এরপর দ্বিতীয়বার কাগজে-কলমে বিয়ে করেছিলেন কোয়েল ও অরিজিৎ৷ তাঁদের প্রেমকাহিনি যেন সিনেমার চিত্রনাট্য৷ ফ্যান পেজের পক্ষ থেকে স্ত্রী কোয়েলের সঙ্গে মাঝেমধ্যেই নানা খুনসুটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ এবারও তেমনটাই হয়েছে৷ কালো রঙের টি-শার্ট, ফর্মাল প্যান্ট, মাথায় কালো পাগড়ি পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অরিজিৎকে৷ হলুদ রঙের সালোয়ার কামিজ, কফি কাপ হাতে নিয়ে স্বামী অরিজিতের সঙ্গে হাসিমুখে ছবিতে পোজ দিয়েছেন কোয়েল৷ বরাবরই সাদামাটা জীবনযাপনই বেশি পছন্দ করেন অরিজিৎ সিং৷ ছবি দেখেই তার আন্দাজ পাওয়া যাচ্ছে৷ ব্যক্তিগত জীবনকে কখন প্রকাশ্যে আনতে পছন্দ করেন না অরিজিৎ৷ তবে ফ্যানপেজের জন্যই রোম্যান্টিক মুহূর্তের ছবি মাঝেমধ্যেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়৷ জন্মদিনে একফ্রেমে অরিজিৎ ও কোয়েলকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Viral Photo: স্ত্রীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি ফাঁস হল নেটদুনিয়ায়, জন্মদিনে দেখে নিন অচেনা অরিজিৎকে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement