Ananya Panday: জঙ্গলে খোলা আকাশের নিচে বন্য প্রেম, বছর শেষে প্রেমিকের সঙ্গে অনন্যা পাণ্ডে

Last Updated:

নায়িকা মুম্বই শহরের বর্ষবরণের কোলাহল থেকে দূরে, প্রিয় মানুষের সঙ্গে ছুটি কাটাচ্ছেন জঙ্গলে!

#মুম্বই:নতুন বছরের শুরুটা দু'জনে কুজনে কাতাতেই পছন্দ করে বলিউড! কাজেই, বছর শেষে দীপিকা-রণবীর হোক কী, রণবীর কাপুর-আলিয়া ভাট, বা সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডাবানি, কিংবা দিশা পাটানি-টাইগার শ্রফ... বলি সেলেবরা পাড়ি দিয়েছেন নিভৃত গন্তব্যে...ব্যস্ততাকে ছুটি দিয়ে খানিকটা নিজেদের মতো করে অবসর যাপন! তালিকায় বাদ যাননি চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডেও (Ananya Panday)! মুম্বই শহরের বর্ষবরণের কোলাহল থেকে দূরে, প্রিয় মানুষের সঙ্গে ছুটি কাটাচ্ছেন জঙ্গলে!
মাদক-কাণ্ডে নাম জড়িয়ে যাওয়া, বাড়িতে এনসিবি-র হানা, ম্যারাথন জেরা, বিতর্ক, কটাক্ষ, সমালোচনা ভুলে আপাতত অনন্যা রয়েছেন রণথম্বোর জাতীয় উদ্যানে (Ranthambore National Park), তাঁর সঙ্গী ঈশান খট্টর। গতবছর প্রেমিক ঈশানের সঙ্গে মলদ্বীপে নতুন বছরকে স্বাগত জানিয়েছিলেন দুই তারকা! এয়ারপোর্টে লেন্সবন্দী হয়েছিলেন কপোত-কপোতি!
advertisement
advertisement
তবে এ'বছর যে অনন্যা আর ঈশান একসঙ্গেই রয়েছেন রণথম্বোরে, তা অবশ্য নিজের মুখে কেউ-ই জানানি! তা হলে? তবে, গোড়া থেকেই বলা যাক! বৃহস্পতিবার রাতে অনন্যা একটি তারা-ভরা আকাশের ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে! শুক্রবার ঈশান সেই একই আকাশের ছবি শেয়ার করেন নিজের প্রোফাইলে! সেখান থেকেই সহজে দুইয়ে দুইয়ে চার করে নেওয়া যায়, একই সঙ্গে নিভৃত ছুটি কাটাচ্ছেন অনন্যা-ঈশান।
advertisement
গত বছর ‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ঈশান এবং অনন্যা। ইন্ডাস্ট্রির অলিতে-গলিতে কান পাতলেই শোনা যায়, একসঙ্গে কাজ করা থেকেই নাকি বন্ধুত্ব অনন্যা আর ঈশানের! ধীরে ধীরে ভাললাগা এবং ভালবাসা! তবে, নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছধি বলেননি দুই তারকা।
অক্টোবর মাসে মাদককাণ্ডে নাম জড়ায় অনন্যা পাণ্ডের (Ananya Pandey)। টানা ২ ঘণ্টা অনন্যাকে জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শাহরুখ খানের ছেলে আরিয়ানের খানের (Aryan Khan) সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়েও অনন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এনসিবির একটি টিম বান্দ্রাতে অনন্যা পাণ্ডের বাড়িতেই হানা দেয়। অনন্যার থেকে কিছু ইলেকট্রনিক গ্যাজেট যেমন ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। অনন্যার সঙ্গে আরিয়ানের (Aryan Khan) হোয়াটসঅ্যাপ চ্যাট এনসিবির চোখে ধরা পড়ার পরেই অভিনেত্রীকে তলব করা হয়। তবে এই ঘটনায় অনন্যার ভূমিকা কতটা, তা এখনও তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে এনসিবি। এনসিবির এক আধিকারিক বলেছেন, "এটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে পড়ে। এমন নয় যাঁকে তলব করা হচ্ছে, তিনিই অপরাধী।''
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Panday: জঙ্গলে খোলা আকাশের নিচে বন্য প্রেম, বছর শেষে প্রেমিকের সঙ্গে অনন্যা পাণ্ডে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement