Archana Gautam: চুল ধরে টান, প্রকাশ্য রাস্তায় মারধর! ভয়ানক হেনস্তার শিকার 'বিস বস'-এর অর্চনা, ফাঁস হয়ে গেল ভিডিও

Last Updated:

Archana Gautam: বিগ বস প্রতিযোগী অর্চনা গৌতমকে আক্রমণ করেন কংগ্রেসের কিছু কর্মী সমর্থক৷ চুল ধরে টেনে প্রকাশ্যে মারধর করেন তারা৷ ইট তুলেও কেউ কেউ মারতে যান৷ এমনকি বাদ যাননি তাঁর বৃদ্ধ বাবাও৷

হেনস্থার শিকার ‘বিগ বস’ খ্যাত অর্চনা গৌতম
হেনস্থার শিকার ‘বিগ বস’ খ্যাত অর্চনা গৌতম
প্রকাশ্য রাস্তায় ভরদুপুরে ভয়ানক কাণ্ড ঘটে গেল নয়া দিল্লিতে৷ সম্প্রতি এটি ভিডিও ভাইরাল হতেই বিরাট শোরগোল শুরু হয়েছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে, বিগ বস প্রতিযোগী অর্চনা গৌতম কংগ্রেসের একটি পার্টি অফিসে নিজের বাবার সঙ্গে ঢুকতে যাচ্ছেন৷ সেই সময়েই পার্টি অফিসে ঢোকার আগেই বাঁধা পান তিনি৷
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পার্টি অফিসে ঢোকার মুখেই তাকে আক্রমণ করেন কংগ্রেসের কিছু কর্মী সমর্থক৷ চুল ধরে টেনে প্রকাশ্যে মারধর করেন তারা৷ ইট তুলেও কেউ কেউ মারতে যান৷ এমনকি বাদ যাননি তাঁর বৃদ্ধ বাবাও৷ ভিডিওতে অর্চনার বাবাকে মাটিতে বসে থাকতেও দেখা গেছে৷ অর্চনা চিৎকার করে জল চাইছেন পাশের মানুষদের কাছ থেকে৷ ভরদুপুরে এভাবে হেনস্তার কারণ কী, তা এখনও স্পষ্ট নয়৷
advertisement
advertisement
সূত্রের খবর, মহিলা বিল পাশের সাফল্যের জন্যই প্রিয়াঙ্কা গান্ধি এবং মল্লিকার্জুনকে অভিনন্দন জানাতে এসেছিলেন৷ কিন্তু পার্টি অফিসে ঢোকা তো দূর বরং গেটের মুখে নজিরবিহীন আক্রমণের মুখে পড়েন তিনি৷
advertisement
advertisement
‘বিগ বস’-এর ১৬-তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন রাজনৈতিক কর্মী অর্চনা গৌতম৷ মডেল হওয়ার পাশাপাশি কংগ্রেস করতেন অর্চনা। সেই দলের কর্মীদের হাতেই এভাবে হেনস্তা হলেন অর্চনা। বিগ বসের ঘরে অন্যান্য সদস্যদের পাশাপাশি তিনিও বিনোদনের রসদ জুগিয়েছিলেন। স্বয়ং সলমন খানও তাঁর স্বভাবের জন্য পছন্দ করতেন তাঁকে।
‘বিগ বস’শেষ হওয়ার পর ‘খতরো কি খিলাড়ি’ রিয়্যালিটি শো-তেও অংশগ্রহণ করেছিলেন অর্চনা। ধীরে ধীরে টেলিভিশনের পর্দায় বিনোদনের অন্যতম মুখ হয়ে উঠছেন অর্চনা। এই কারণেই কি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন অর্চনা। ভিডিও ভাইরাল হতেই উঠছে একাধিক প্রশ্ন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Archana Gautam: চুল ধরে টান, প্রকাশ্য রাস্তায় মারধর! ভয়ানক হেনস্তার শিকার 'বিস বস'-এর অর্চনা, ফাঁস হয়ে গেল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement