Priyanka Chopra: ভয়ানক অবস্থা মুখের! বেঁকে যায় নাক, সার্জারির পর 'কুৎসিত' প্রিয়াঙ্কাকে দেখে আঁতকে উঠেছিলেন অনিল, তারপর...

Last Updated:
Priyanka Chopra: সার্জারি করতে গিয়েই বিপাকে পরেছিলেন প্রিয়াঙ্কা৷ দেশি গার্লের এই রূপ দেখেই আঁতকে উঠেছিলেন অনিল শর্মা ৷ পরিচালক বলেন, ওকে ভয়ঙ্কর দেখতে লাগছিল৷
1/8
প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে ৷ অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন প্রিায়ঙ্কা চোপড়া৷ সম্প্রতি অভিনেত্রীর এমন এক গোপন কথা ফাঁস করেছেন 'গদর ২' -এর পরিচালক, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷
প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে ৷ অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন প্রিায়ঙ্কা চোপড়া৷ সম্প্রতি অভিনেত্রীর এমন এক গোপন কথা ফাঁস করেছেন 'গদর ২' -এর পরিচালক, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷
advertisement
2/8
 'গদর ২' -এর পরিচালক অনিল শর্মার হাত ধরেই বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর 'দ্য হিরো'- ছবিতে সানি দেওল ও প্রীতি জিন্টার পাশাপাশি দ্বিতীয় লিড ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷
'গদর ২' -এর পরিচালক অনিল শর্মার হাত ধরেই বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর 'দ্য হিরো'- ছবিতে সানি দেওল ও প্রীতি জিন্টার পাশাপাশি দ্বিতীয় লিড ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷
advertisement
3/8
অনিল শর্মা জানান, গদর মুক্তির পর কিছুদিনের জন্য বিদেশ সফরে গিয়েছিলেন পরিচালক৷ তারপর ফিরে তিনি জানতে পারেন জুলিয়া রবার্টসের মতো নাক পেতে সার্জারি করতে গিয়েই বিপাকে পরেছিলেন প্রিয়াঙ্কা৷ দেশি গার্লের এই রূপ দেখেই আঁতকে উঠেছিলেন তিনি৷
অনিল শর্মা জানান, গদর মুক্তির পর কিছুদিনের জন্য বিদেশ সফরে গিয়েছিলেন পরিচালক৷ তারপর ফিরে তিনি জানতে পারেন জুলিয়া রবার্টসের মতো নাক পেতে সার্জারি করতে গিয়েই বিপাকে পরেছিলেন প্রিয়াঙ্কা৷ দেশি গার্লের এই রূপ দেখেই আঁতকে উঠেছিলেন তিনি৷
advertisement
4/8
পরিচালক বলেন, ওকে ভয়ঙ্কর দেখতে লাগছিল৷ নিজের চেহারার সঙ্গে এটা কী করল প্রিয়াঙ্কা৷ তার উপর আসন্ন ছবির জন্য প্রিয়াঙ্কাকে সাইনও করিয়ে ফেলেছিলেন৷ ছবি আর বাস্তবের সঙ্গে কোনও মিল নেই৷ তারপরই তড়িঘড়ি প্রিয়াঙ্কাকে ডেকে পাঠান পরিচালক৷
পরিচালক বলেন, ওকে ভয়ঙ্কর দেখতে লাগছিল৷ নিজের চেহারার সঙ্গে এটা কী করল প্রিয়াঙ্কা৷ তার উপর আসন্ন ছবির জন্য প্রিয়াঙ্কাকে সাইনও করিয়ে ফেলেছিলেন৷ ছবি আর বাস্তবের সঙ্গে কোনও মিল নেই৷ তারপরই তড়িঘড়ি প্রিয়াঙ্কাকে ডেকে পাঠান পরিচালক৷
advertisement
5/8
অনিলের ডাক পেয়ে মায়ের সঙ্গে আসেন প্রিয়াঙ্কা চোপড়া৷ পরিচালকের কাছে এসেই কান্নায় ভেঙে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া৷ পরিচালক সাক্ষাৎকারে এও জানান, সাইনাসের সমস্যার জন্য নাকের সার্জারি করিয়েছিলেন বলেই জানিয়েছেন প্রিয়াঙ্কা৷
অনিলের ডাক পেয়ে মায়ের সঙ্গে আসেন প্রিয়াঙ্কা চোপড়া৷ পরিচালকের কাছে এসেই কান্নায় ভেঙে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া৷ পরিচালক সাক্ষাৎকারে এও জানান, সাইনাসের সমস্যার জন্য নাকের সার্জারি করিয়েছিলেন বলেই জানিয়েছেন প্রিয়াঙ্কা৷
advertisement
6/8
 নাকের সার্জারিতেই ভুল ছিল৷ এ ফলেই তাঁর নাক বেঁকে যায়৷ এবং নাকের উপর দাগ থেকে যায়৷ মুখের সেই দাগই কাল হয়েছিল প্রিয়াঙ্কা৷ এমনকী ছবির অগ্রিম টাকাও ফেরত দিতে চেয়েছিলেন নায়িকা৷
নাকের সার্জারিতেই ভুল ছিল৷ এ ফলেই তাঁর নাক বেঁকে যায়৷ এবং নাকের উপর দাগ থেকে যায়৷ মুখের সেই দাগই কাল হয়েছিল প্রিয়াঙ্কা৷ এমনকী ছবির অগ্রিম টাকাও ফেরত দিতে চেয়েছিলেন নায়িকা৷
advertisement
7/8
এই নাকের সার্জারির জন্য মানসিক অবসাদে ভুগেছিলেন নায়িকা৷ অনেকেই ছবি থেকে বাদ দিয়েছিলেন প্রিয়াঙ্কাকে৷ তবে এই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন অনিল শর্মা৷
এই নাকের সার্জারির জন্য মানসিক অবসাদে ভুগেছিলেন নায়িকা৷ অনেকেই ছবি থেকে বাদ দিয়েছিলেন প্রিয়াঙ্কাকে৷ তবে এই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন অনিল শর্মা৷
advertisement
8/8
তারপর স্বনামধন্য মেকআপ আর্টিস্টের সঙ্গে যোগাযোগ করে প্রিয়াঙ্কার লুক সেট করার দায়িত্ব নেন পরিচালক৷ তাঁর হাতের জাদুতেই বেকে যাওয়া নাক ঠিক হয়ে যায়৷ তারপরই 'দ্য হিরো'-ছবির শ্যুটিং শুরু করেন প্রিয়াঙ্কা৷ অভিনেত্রী নিজেও মাস কয়েক আগেই এই দুর্ঘটনার কথা স্মরণ করে অনিল শর্মাকে ধন্যবাদ জানিয়েছিলেন৷
তারপর স্বনামধন্য মেকআপ আর্টিস্টের সঙ্গে যোগাযোগ করে প্রিয়াঙ্কার লুক সেট করার দায়িত্ব নেন পরিচালক৷ তাঁর হাতের জাদুতেই বেকে যাওয়া নাক ঠিক হয়ে যায়৷ তারপরই 'দ্য হিরো'-ছবির শ্যুটিং শুরু করেন প্রিয়াঙ্কা৷ অভিনেত্রী নিজেও মাস কয়েক আগেই এই দুর্ঘটনার কথা স্মরণ করে অনিল শর্মাকে ধন্যবাদ জানিয়েছিলেন৷
advertisement
advertisement
advertisement