বিরাট দুর্ঘটনা, কোনও রকমে প্রাণে বাঁচলেন আরবাজের প্রেমিকা! ভিডিও দেখলে শিউরে উঠবেন
- Published by:Sanchari Kar
Last Updated:
নিজের গাড়ি থেকে নেমে রাস্তা পার করছিলেন জর্জিয়া। আর তখনই তাঁর দিকে একটি গাড়ি ধেয়ে আসে।
#মুম্বই: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জর্জিয়া অ্যান্ড্রিয়ানি। আরবাজ খানের প্রেমিকা। একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এই অভিজ্ঞতার সম্মুখীন তিনি।
নিজের গাড়ি থেকে নেমে রাস্তা পার করছিলেন জর্জিয়া। আর তখনই তাঁর দিকে একটি গাড়ি ধেয়ে আসে। আরবাজের প্রেমিকা যদিও বিষয়টি সামলে নেন। গাড়ির ডিকিতে হাত চাপড়ে তিনি চালককে সাবধান করে দেন।
এই ভিডিয়োটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়। জর্জিয়া আহত হননি দেখে নিশ্চিন্ত তাঁর অনুরাগীরা।
advertisement
advertisement
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর জর্জিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। বিগত বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকছেন তাঁরা। মাঝেমধ্যেই আরবাজের সঙ্গে নানা ছবি পোস্ট করেন তিনি।
advertisement
আরবাজের পরিবারের সঙ্গেও সময় কাটান জর্জিয়া। খান পরিবারের নানা অনুষ্ঠানেও দেখা যায় তাঁকে। ইনস্টাগ্রামেও যথেষ্ট সক্রিয় জর্জিয়া।
Location :
First Published :
December 09, 2022 5:51 PM IST