লক্ষ্মীকাকিমা কি অন্তঃসত্ত্বা? 'সন্তান হলে মন্দ কী', গুঞ্জনের জবাব অপরাজিতার
- Published by:Teesta Barman
Last Updated:
অপরাজিতার কথায়, ''সিরিয়ালটাই তো আমার জায়গা। টেলিভিশনের মানুষ আমি। টেলিভিশন আমার প্রাণ। ছোটপর্দার দর্শকরা আমায় প্রচুর ভালবাসা দিয়েছেন।''
#কলকাতা: তিনি হাত দিলেই সোনা। লক্ষ্মীকাকিমার লক্ষ্মীর ভাণ্ডার দিন দিন উপচে পড়ছে। আর তার কৃতিত্ব পুরোটাই তিনি দর্শককে দিতে চান। সত্যিই তিনি অপরাজিত আঢ্য। একইসঙ্গে বড়পর্দা, ছোটপর্দা কাঁপাচ্ছেন অভিনেত্রী। শুক্রবার তাঁর আগামী ছবি 'দিলখুশ'-এর পোস্টার মুক্তি পেল পার্ক স্ট্রিটের এক রেস্তরাঁয়।
নিউজ18 বাংলার সঙ্গে ছবি নিয়ে কথা বলার পাশাপাশি তাঁর ধারাবাহিক 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' সাফল্যের কথাও বললেন। কখনও বেঙ্গল টপার, কখনও নয়, কিন্তু টিআরপি তালিকায় সেরা দশ থেকে কখনও নাম সরেনি এই মেগার।
অপরাজিতার কথায়, "চার বছর পরে আবার ধারাবাহিকের জগতে ফিরে এসেছি 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' নিয়ে। লক্ষ্মীকাকিমার এনার্জিই কিন্তু এই মেগার আকর্ষণ। এবং অবশ্যই মানুষের ভালবাসা। তা ছাড়া চরিত্রের বিশ্বাসযোগ্যতাও দর্শককে টানে।''
advertisement
advertisement
একই সময়ে একাধিক বড়পর্দার অভিনেতা-অভিনেত্রী ধারাবাহিকে অভিনয় করেছেন, কিন্তু অপরাজিতার মতো সফল কেউ নন। কেন?
অভিনেত্রীর উত্তর, ''সিরিয়ালটাই তো আমার জায়গা। টেলিভিশনের মানুষ আমি। টেলিভিশন আমার প্রাণ। ছোটপর্দার দর্শকরা আমায় প্রচুর ভালবাসা দিয়েছেন। টেলিভিশনের পাশাপাশি সোশ্য়াল মিডিয়া এবং বড়পর্দার মানুষও আমায় ভালবাসে। যাতেই হাত দিই, তা-ই সোনা হয়, তা কিন্তু নয়। তবে হ্যাঁ চেষ্টা করি, যেটাই করব, ভালবেসে করব।''
advertisement
সম্প্রতি এই ধারাবাহিক নিয়ে চর্চা চারদিকে। প্রোমো বলছে, লক্ষ্মীকাকিমা অন্তঃসত্ত্বা। তবে কি পর্দায় অপরাজিতা মা হতে চলেছেন? উত্তর দিতে গিয়ে হেসে উঠলেন অপরাজিতা, ''এটা আসলে দারুণ মজার ব্যাপার। আপাতত আমি কিছু বলব না। যা বলার গল্পই বলবে। তবে, হলে তো মন্দ হয় না। সন্তান হওয়াটা সব সময়েই মানুষের জীবনে আশীর্বাদ। হলে ক্ষতি কী?''
advertisement
আপাতত লক্ষ্মীকাকিমার জীবনে নতুন অধ্যায় আসতে চলেছে কিনা, সেটাই দেখার বিষয়ে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন লক্ষ্মীকাকিমার অনুরাগীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2022 3:20 PM IST