পর্দায় আদর্শ স্বামী-স্ত্রী কৌশিক-অপরাজিতা, 'কথামৃত'য় কাজের অভিজ্ঞতা কেমন
- Published by:Sanchari Kar
- Written by:Manash Basak
Last Updated:
ছবির মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যকে। ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে ।
এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে 'কথামৃত'। ১৮ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। পরিচালনার দায়িত্বে জিৎ চক্রবর্তী। ইতিমধ্যে শহরের এক নাম করা শপিং মলে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ।
ছবির মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যকে। ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে । ছবিতে কৌশিকের চরিত্রটি বাকশক্তিহীন। একটি ছোট্ট লাল ডায়েরিতে লিখে রাখেন নিজের মনের কথাগুলি। সেই ডায়েরির নাম 'কথামৃত'। ছবিতে কৌশিকের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে।
কৌশিকের কথায় "সনাতন চরিত্রটি খুব কাছের। যে মানুষটা কথা বলতে পারে না, তার জীবনের সুখ, কষ্ট সবটাই লিখে রাখেন লাল ডাইরিতে। পরিচালক জিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনবদ্য। আশা করছি, সনাতন চরিত্রটি সবার ভাল লাগবে।"
advertisement
advertisement
'কথামৃত'য় সুলেখা হয়ে উঠেছেন অপরাজিতা। তিনি বলেন "সুলেখা আর সনাতনের গল্প মানুষের মনে থাকবে বলে আমার বিশ্বাস। দুটো মানুষ যখন বহু বছর পাশাপাশি থাকে, সুখে-দু:খে একসঙ্গে থাকে, তখন একটা সংসার গড়ে ওঠে। সেই সংসারের গল্প এই কথামৃত। প্রতিটি মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ, সেই নিয়ে এই ছবি।"
advertisement
ছবির পরিচালকের মতে, প্রতিটি সম্পর্কের বুননে কথার গুরুত্ব এই 'কথামৃত'।'জালান প্রোডাকশন'- এর ছাতার নীচে তৈরি হয়েছে ছবিটি।
পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। ভালবাসায় ভরা তাঁদের এই পরিবারকে এলাকার মানুষের খুব পছন্দের। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের ভাব বুঝতে পারেন। তবে মনের কথা বলার জন্য় তিনি একটি পকেট ডায়েরি সব সময় সঙ্গে রাখেন। সেই ডায়েরিটিকেই তিনি 'কথামৃত' নাম দিয়েছেন। আর এই 'কথামৃত'কে কেন্দ্র করে বোনা হয়েছে ছবির গল্প।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2022 7:39 PM IST