চুল কেটে একেবারে নিউ লুকে অপরাজিতা আঢ্য! দারুণ হল স্টাইল

Last Updated:

Aparajita Adhya: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অপরাজিতা আঢ্য। তাঁর ছবি দেখতে পছন্দও করেন ভক্তরা।

#কলকাতা: পুজোর আগে নতুন লুকে অপরাজিতা আঢ্য! একেবারে লম্বা চুল কেটে অন্য স্টাইলে সকলের প্রিয় অপাদি৷ তিনি সুন্দরী৷ নতুন স্টাইলে আরও কেতাদুরস্ত লক্ষ্মী কাকিমা৷ নতুন হেয়ার স্টাইলে তিনি আরও লাস্যময়ী হয়ে উঠলেন৷ নিজেই সেই ছবি পোস্ট করলেন৷ নিউ হেয়ার স্টাইলের পুরো প্রক্রিয়ার রিলও উঠে এল তাঁর ইনস্টাগ্রামে৷ সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট জলি চন্দার কাছে চুল কাটালেন তিনি৷ নতুন হেয়ার স্টাইলে কেমন লাগছে অভিনেত্রীকে, দেখে নিন!
advertisement
অপরাজিতা আঢ্য মানেই দক্ষ অভিনয়, দারুণ নাচ আর প্রাণ খোলা হাসি! সম্প্রতি মুক্তি পেয়েছে পাভেল পরিচালিত ছবি কলকাতা চলন্তিতা৷ সেখানে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা দিয়েছে অভিনেত্রীকে৷ আর তার পাশাপাশি তিনি হাজির লক্ষ্মী কাকিমা রূপে৷ প্রতিদিন সন্ধে হলেই বাঙালি দর্শকদের সামনে হাজির হচ্ছেন লক্ষ্মী তাঁর সংসার ও ব্যবসার সুখ-দুঃখের কাহিনি নিয়ে৷ অপরাজিতা আঢ্যর ধারাবাহিক লক্ষ্মী কাকিমা টিআরপি-র সেরার তালিকায়৷ অর্থাৎ ভালই বোঝা যাচ্ছে যে ধারাবাহিকের গল্প এবং অপরাজিতা-দেবশঙ্কর জুটি বেশ ভালই লাগছে দর্শকদের৷
advertisement
advertisement
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অপরাজিতা আঢ্য। তাঁর ছবি দেখতে পছন্দও করেন ভক্তরা। লক্ষ্মী কাকিমার সেট থেকে ইনস্টা রিল হোক বা খুব সাধারণভাবে কোনও ছবি, সবেতেই লাইক ও কমেন্ট আসে প্রচুর। তাঁর নতুন লুকের ছবিও ব্যতিক্রম নয়। এর পাশাপাশি তিনি কিছুদিন আগেই গিয়েছিলেন পার্কস্ট্রিটের বিখ্যাত পাব ট্রিঙ্কাস-এ৷ এর আগে কখনও তিনি সেখানে যাননি৷ নিজেই জানিয়েছেন সে কথা৷ এবং প্রথমবার গিয়েই আবেগে ভাসলেন অভিনেত্রী৷ ট্রিঙ্কাস-এর তাঁর কাটানো মুহূর্তের ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চুল কেটে একেবারে নিউ লুকে অপরাজিতা আঢ্য! দারুণ হল স্টাইল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement