চুল কেটে একেবারে নিউ লুকে অপরাজিতা আঢ্য! দারুণ হল স্টাইল

Last Updated:

Aparajita Adhya: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অপরাজিতা আঢ্য। তাঁর ছবি দেখতে পছন্দও করেন ভক্তরা।

#কলকাতা: পুজোর আগে নতুন লুকে অপরাজিতা আঢ্য! একেবারে লম্বা চুল কেটে অন্য স্টাইলে সকলের প্রিয় অপাদি৷ তিনি সুন্দরী৷ নতুন স্টাইলে আরও কেতাদুরস্ত লক্ষ্মী কাকিমা৷ নতুন হেয়ার স্টাইলে তিনি আরও লাস্যময়ী হয়ে উঠলেন৷ নিজেই সেই ছবি পোস্ট করলেন৷ নিউ হেয়ার স্টাইলের পুরো প্রক্রিয়ার রিলও উঠে এল তাঁর ইনস্টাগ্রামে৷ সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট জলি চন্দার কাছে চুল কাটালেন তিনি৷ নতুন হেয়ার স্টাইলে কেমন লাগছে অভিনেত্রীকে, দেখে নিন!
advertisement
অপরাজিতা আঢ্য মানেই দক্ষ অভিনয়, দারুণ নাচ আর প্রাণ খোলা হাসি! সম্প্রতি মুক্তি পেয়েছে পাভেল পরিচালিত ছবি কলকাতা চলন্তিতা৷ সেখানে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা দিয়েছে অভিনেত্রীকে৷ আর তার পাশাপাশি তিনি হাজির লক্ষ্মী কাকিমা রূপে৷ প্রতিদিন সন্ধে হলেই বাঙালি দর্শকদের সামনে হাজির হচ্ছেন লক্ষ্মী তাঁর সংসার ও ব্যবসার সুখ-দুঃখের কাহিনি নিয়ে৷ অপরাজিতা আঢ্যর ধারাবাহিক লক্ষ্মী কাকিমা টিআরপি-র সেরার তালিকায়৷ অর্থাৎ ভালই বোঝা যাচ্ছে যে ধারাবাহিকের গল্প এবং অপরাজিতা-দেবশঙ্কর জুটি বেশ ভালই লাগছে দর্শকদের৷
advertisement
advertisement
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অপরাজিতা আঢ্য। তাঁর ছবি দেখতে পছন্দও করেন ভক্তরা। লক্ষ্মী কাকিমার সেট থেকে ইনস্টা রিল হোক বা খুব সাধারণভাবে কোনও ছবি, সবেতেই লাইক ও কমেন্ট আসে প্রচুর। তাঁর নতুন লুকের ছবিও ব্যতিক্রম নয়। এর পাশাপাশি তিনি কিছুদিন আগেই গিয়েছিলেন পার্কস্ট্রিটের বিখ্যাত পাব ট্রিঙ্কাস-এ৷ এর আগে কখনও তিনি সেখানে যাননি৷ নিজেই জানিয়েছেন সে কথা৷ এবং প্রথমবার গিয়েই আবেগে ভাসলেন অভিনেত্রী৷ ট্রিঙ্কাস-এর তাঁর কাটানো মুহূর্তের ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
চুল কেটে একেবারে নিউ লুকে অপরাজিতা আঢ্য! দারুণ হল স্টাইল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement