এক দিনে ভোলবদল! পুরো কাপড়ে মুড়ে গণেশ বন্দনা করছেন উর্ফি জাভেদ! অবিশ্বাস্য দৃশ্য

Last Updated:

একেবারে যেন অন্য অবতারে উর্ফি৷ খুব অচেনা লাগছে তাঁকে৷

#মুম্বই: ভোলবদল ঘটল উর্ফি জাভেদের! যে মেয়ের গায়ে কাপড় থাকা দায়, সে কিনা নিজেকে পুরো মুড়ে ফেলল পোশাকে! গণেশ বন্দনায় গান গাইলেন উর্ফি৷ পুজো পাঠ করবেন বলে আষ্টে পৃষ্টে নিজেকে ঢেকে ফেললেন কাপড়ে৷ এটাও যেন একেবারে নতুন রূপ উর্ফির৷
গণেশ বন্দনায় তিনি গাইলেন গান৷ তবে ভক্তদের কিছুটা নিরাশ করলেন তিনি এক্ষেত্রে৷ কারণ সে ভাবে তাঁর গলায় সুর নেই৷ সেটা বেশ ভালই বোঝেন তিনি৷ ফলে পিছনে চালিয়ে দিলেন সুরকার-গায়ক শঙ্কর মহাদেবনের গলায় গণেশ স্তোত্র৷ তার সঙ্গে গলা মিলিয়ে দিলেন উর্ফি৷
advertisement
advertisement
নিজের অদ্ভূতুরে জামা-কাপড়ের জন্য নজর কেড়েছেন Urfi Javed৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ কখনও পরছেন প্লাস্টিকের পোশাক তো কখনও কাঁচের পোশাক! তাঁকে নিয়ে আলোচনা বিস্তর৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামের তাঁর ফলোয়ার৷ তাঁর পোশাক দেখার অপেক্ষায় থাকেন প্রচুর মানুষ৷ বিশেষ করে রণবীর সিং তাঁর পোশাকের প্রসংশা করার পরই আরও চর্চা এসেছেন উর্ফি৷
advertisement
View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

advertisement
বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাঁকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উরফি৷
View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

advertisement
View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

advertisement
তারপর থেকে তাঁকে আর কোনও শোতেও দেখতে পাওয়া যায়নি৷ চন্দ্র নন্দিনী, বড়ে ভাইয়া কি দুলহানিয়া, সাত ফেরে কি হেরা ফেরি, ইয়ে রিস্তা কয়া কেহলাতা হেয়, কসউটি জিন্দেগি কে ২- সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর তিনি বিগ বসের ঘরে আসেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এক দিনে ভোলবদল! পুরো কাপড়ে মুড়ে গণেশ বন্দনা করছেন উর্ফি জাভেদ! অবিশ্বাস্য দৃশ্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement