'Anek' Release Date: আর্টিকল ১৫-এর পর ফের জুটি আয়ুষ্মান-অনুভবের! মুক্তির অপেক্ষায় রাজনৈতিক থ্রিলার 'অনেক'
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Anek Release Date: অনুভব সিনহার (Anubhav Sinha) আগামী চলচ্চিত্র রাজনৈতিক থ্রিলার ‘অনেক’ মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১৩ মে
#মুম্বই: রাজনীতি, দেশ এবং দেশের বৈচিত্র্য! এই নিয়েই তৈরি হয়েছে ‘অনেক’ (Anek)। অনুভব সিনহার (Anubhav Sinha) আগামী চলচ্চিত্র রাজনৈতিক থ্রিলার ‘অনেক’ ('Anek' Release Date) মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১৩ মে। সামাজিক-রাজনৈতিক বিষয়কেই ফের হাতিয়ার করেছেন অনুভব, এবং আর্টিকল ১৫-এর পরে এখানেও তাঁর সঙ্গী অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। মার্চের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা থাকলেও কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের কারণে প্রযোজকরা চলচ্চিত্রটির মুক্তি ('Anek' Release Date) মে পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেন।
সূত্রের খবর, এই চলচ্চিত্রটি এমন একটি বিষয়ের গভীরে নিয়ে যাবে দর্শকদের যেসব বিষয় দেশের চলচ্চিত্র নির্মাতারা দীর্ঘকাল ধরে উপেক্ষা করেছেন বা এড়িয়েই চলেছেন।
advertisement
advertisement
‘মুল্ক’, ‘আর্টিকেল ১৫’ এবং ‘থাপ্পড়’-এর মতো চলচ্চিত্রে ইতিমধ্যেই স্বতন্ত্র ঘরানার ছাপ রেখেছেন পরিচালক অনুভব সিনহা। পরিচালকের বিশ্বাস, ‘অনেক’ এমন একটি চলচ্চিত্র যা ভারতের বৈচিত্র্যকেই তুলে ধরেছে।
পিটিআইকে অনুভব সিনহা বলেন, “অনেক এমন একটি বিষয়ের উপর ভিত্তি করে নির্মিত যা দেশের গভীর উদ্বেগের বিষয়। সিনেমাটি একটি নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপটেই চিত্রায়িত এবং আমাদের দেশের বৈচিত্র্যই এর মূল উপজীব্য। এই ধরনের সিনেমা তৈরি করা সত্যিই ভীষণ কঠিন ছিল। আমরা এমন সব জায়গায় শ্যুট করেছি যেখানে যাওয়াই সমস্যার। কিন্তু আমাদের অন্তরের জয় এই সিনেমাটি এবং আমরা যা তৈরি করেছি তার জন্য আমি গর্বিত।”
advertisement
প্রযোজক এবং পরিচালকের তরফে বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখেই এখনও তেমন বিশদ তথ্য দেওয়া হচ্ছে না সিনেমাটি সম্পর্কে ('Anek' Release Date)। তবে এই সিনেমাটি এখনও পর্যন্ত অনুভব সিনহার সবচেয়ে ব্যয়বহুল কাজের একটি। উত্তর-পূর্ব ভারতের কঠিন অঞ্চলে বিশাল আকারে সিনেমাটির শ্যুটিং চলেছে। জোশুয়ার চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের পোশাকের একটি ছবি পোস্ট করেছিলেন আয়ুষ্মান যা সিনেমাকে ঘিরে আগ্রহ বাড়িয়ে তুলেছে অনেকটাই।
advertisement
ভূষণ কুমারের টি-সিরিজ এবং অনুভব সিনহার বেনারস মিডিয়াওয়ার্কস মিলে ‘অনেক’-এর প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 6:41 PM IST