Bhool Bhulaiyaa 2: অক্ষয়ের পর এবার কার্তিক আরিয়ান, বড়পর্দায় আসছে ভুল ভুলাইয়া ২!

Last Updated:

Bhool Bhulaiyaa 2 Release Date: চলতি বছরের ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ভুল ভুলাইয়া ২

#মুম্বই: মাসখানেকের অপেক্ষা। তারপরেই মুক্তি পেতে চলেছে এই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ভুল ভুলাইয়া ২! কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত ভুল ভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2) সিনেমাটির মুক্তির সঙ্গে এসএস রাজামৌলির RRR (রাম চরণ, জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাট অভিনীত) এর মুক্তির সময়ের একটি সংঘাত ছিলই। কিন্তু এখন ২৫ মার্চই মুক্তি পাচ্ছে রাজামৌলির চলচ্চিত্রটি। আর চলতি বছরের ২০ মে (Bhool Bhulaiyaa 2 Release Date) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ভুল ভুলাইয়া ২।
ভুল ভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2) মূলত অক্ষয় কুমার এবং বিদ্যা বালানের (Akshay Kumar and Vidya Balan) হরর কমেডি চলচ্চিত্রটির সিক্যুয়েল। প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। বলাই বাহুল্য, দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছিল এই সিনেমা। সিক্যুয়েলের পোস্টার ইতিমধ্যেই প্রকাশিত। অক্ষয়ের মতো কার্তিক আরিয়ানকেও এক অদ্ভুত চরিত্রে দেখা যাচ্ছে তাতে। হলুদ কুর্তা আর ধুতির সঙ্গে কালো সানগ্লাস তাঁর চরিত্রটির যথেষ্ট আভাস দিচ্ছে দর্শকদের।
advertisement
advertisement
ভুল ভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2) ২০২০ সালের জুলাই মাসেই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। তবে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং লকডাউনের কারণে সিনেমার মুক্তি স্থগিত করা হয়। এমনকী চলচ্চিত্রের শ্যুটিংও পিছিয়ে দিতে হয়েছিল।
প্রধান চরিত্রে কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি এবং টাবুকে দেখা যাবে এই চলচ্চিত্রে। ভুল ভুলাইয়া ২ সিনেমাটির পরিচালনা করেছেন আনিস বাজমি এবং গল্প লিখেছেন ফরহাদ সামজি ও আকাশ কৌশিক। টি-সিরিজ এবং সিনে ১ স্টুডিওর ব্যানারে ভূষণ কুমার, মুরাদ খেতানি এবং কৃষাণ কুমার চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন।
advertisement
ভুল ভুলাইয়া ২ ছাড়াও, কার্তিক আরিয়ানের আরও বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। ক্যাপ্টেন ইন্ডিয়া, শেহজাদা এবং সাজিদ নাদিয়াদওয়ালার পরবর্তী চলচ্চিত্র ফ্রেডিতেও দেখা যাবে কার্তিককে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhool Bhulaiyaa 2: অক্ষয়ের পর এবার কার্তিক আরিয়ান, বড়পর্দায় আসছে ভুল ভুলাইয়া ২!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement