Ankush Hazra: প্রেক্ষাগৃহে নাকি মাছি উড়ছে! চলছে না ছবি, দর্শকদের হলমুখী হওয়ার অনুরোধ অঙ্কুশের

Last Updated:

Ankush Hazra: পর্দায় চিরাচরিত 'ইমেজ' ভেঙে সম্পূর্ণ নতুন ভাবে নিজেকে মেলে ধরেছেন অঙ্কুশ। তবে দর্শকদের থেকে যে তিনি ঈপ্সিত সাড়া পাননি, তা জানাতে দ্বিধাবোধ নেই তাঁর।

বক্স অফিসে সাড়া পাচ্ছে না অঙ্কুশের ছবি
বক্স অফিসে সাড়া পাচ্ছে না অঙ্কুশের ছবি
কলকাতা: কেরিয়ারের শুরুতেই পেয়ে গিয়েছিলেন ‘বাণিজ্যিক হিরো’র তকমা। সেই পথ ধরে এগিয়েই মেলে সাফল্য। তবু নিজেকে চেনা ছকে আটকে রাখতে চাননি অঙ্কুশ হাজরা। নিজেকে সম্পূর্ণ ভাবে ভেঙে ফের গড়েছেন নতুন করে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘কুরবান’ তাঁর সেই নিরীক্ষারই ফসল। ২৪ নভেম্বর বড় পর্দায় এসেছে ছবিটি। পর্দায় চিরাচরিত ‘ইমেজ’ ভেঙে সম্পূর্ণ নতুন ভাবে নিজেকে মেলে ধরেছেন অঙ্কুশ। তবে দর্শকদের থেকে যে তিনি ঈপ্সিত সাড়া পাননি, তা জানাতে দ্বিধাবোধ নেই তাঁর।
ফেসবুকে অঙ্কুশ লেখেন, “ভীষণই কম সংখ্যক মানুষ কুরবান দেখতে প্রেক্ষাগৃহে ঢুকছেন। সত্যটা মানতে একদমই লজ্জা নেই। কিন্তু চারদিকে বেশ ভাল রিভিউ পাচ্ছি ছবিটা নিয়ে।” দর্শকদের ছবিটি দেখার অনুরোধও করেছেন অভিনেতা। স্বভাবসিদ্ধ রসিকতায় তিনি লেখেন, “যে ক’জন মানুষ হলমুখী হচ্ছেন, তাঁদেরও যদি ছবিটা সত্যি ভাল লেগে থাকে সবাইকে বলবেন যেতে। শুধু ভাল লাগলে আশেপাশের মানুষদের জানাবেন। না মানে আপনাদের ছাড়া কাদের অনুরোধ করব বলুন। আপাতত প্রেক্ষাগৃহে যে মাছিগুলো উড়ছে, তাদের তো আর বোঝাতে পারব না।’
advertisement
advertisement
বন্ধুর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অঙ্কুশের এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘ধক লাগে, তোমাকে নিয়ে গর্ব হয় বন্ধু।’ অঙ্কুশের ছবিটি দেখার জন্য সকলকে অনুরোধ সকলকে অনুরোধ করেছেন তিনি।
advertisement
অঙ্কুশ মনে করিয়ে দিয়েছেন, ‘মির্জা’ নিয়ে ২০২৪-এর বড় কোনও উৎসবে ফিরছেন তিনি। পেশাগত জীবনের ওঠানামার সঙ্গে যেন মানিয়ে নিয়েছেন অভিনেতা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankush Hazra: প্রেক্ষাগৃহে নাকি মাছি উড়ছে! চলছে না ছবি, দর্শকদের হলমুখী হওয়ার অনুরোধ অঙ্কুশের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement