Vicky Jain-Ankita Lokhande: ছেলেকে জুতো, লাথি! অঙ্কিতার উপর রেগে আগুন ভিকির মা, সকলের সামনে যা বললেন...

Last Updated:
Vicky Jain-Ankita Lokhande: জুতো ছোড়ার বিষয়টি ভাল ভাবে নেননি ভিকির মা। বিগ বস ১৭-র আসন্ন পর্বের ঝলক মুক্তি পেয়েছে। সেখানে এই বিষয়ে অঙ্কিতাকে এক প্রকার বকাবকি করতে দেখা যায় তাঁকে।
1/5
বিগ বস-এর বাড়িতে তাঁদের মনোমালিন্য লেগেই আছে। বিরক্ত হয়ে একদিন স্বামী ভিকি জৈনের দিকে জুতো ছুড়ে মেরেছিলেন অঙ্কিতা লোখন্ডে। তাঁর এই আচরণ নিয়ে সমালোচনার ঝড় বয়েছিল দর্শকমহলে।
বিগ বস-এর বাড়িতে তাঁদের মনোমালিন্য লেগেই আছে। বিরক্ত হয়ে একদিন স্বামী ভিকি জৈনের দিকে জুতো ছুড়ে মেরেছিলেন অঙ্কিতা লোখন্ডে। তাঁর এই আচরণ নিয়ে সমালোচনার ঝড় বয়েছিল দর্শকমহলে।
advertisement
2/5
জুতো ছোড়ার বিষয়টি ভাল ভাবে নেননি ভিকির মা। বিগ বস ১৭-র আসন্ন পর্বের ঝলক মুক্তি পেয়েছে। সেখানে এই বিষয়ে অঙ্কিতাকে এক প্রকার বকাবকি করতে দেখা যায় তাঁকে।
জুতো ছোড়ার বিষয়টি ভাল ভাবে নেননি ভিকির মা। বিগ বস ১৭-র আসন্ন পর্বের ঝলক মুক্তি পেয়েছে। সেখানে এই বিষয়ে অঙ্কিতাকে এক প্রকার বকাবকি করতে দেখা যায় তাঁকে।
advertisement
3/5
তারকা-দম্পতির উদ্দেশ্যে ভিকির মা বলেন, "বাড়িত তোমরা কোনও দিন তোমরা ঝগড়া করোনি। কিন্তু এখানে অঙ্কিতা ওকে লাথি মারছে, জুতো ছুড়ে মারছে।"
তারকা-দম্পতির উদ্দেশ্যে ভিকির মা বলেন, "বাড়িত তোমরা কোনও দিন তোমরা ঝগড়া করোনি। কিন্তু এখানে অঙ্কিতা ওকে লাথি মারছে, জুতো ছুড়ে মারছে।"
advertisement
4/5
শাশুড়িকে আশ্বস্ত করে অঙ্কিতা বলেন, "আমি আছি তো। ওকে (ভিকি) সামলে নেব।" কিন্তু অঙ্কিতার কথায় যেন তিনি নিশ্চিন্ত হতে পারেন না। খানিক রেগেই বলে ওঠেন, "সামলাতে পারছ না।"
শাশুড়িকে আশ্বস্ত করে অঙ্কিতা বলেন, "আমি আছি তো। ওকে (ভিকি) সামলে নেব।" কিন্তু অঙ্কিতার কথায় যেন তিনি নিশ্চিন্ত হতে পারেন না। খানিক রেগেই বলে ওঠেন, "সামলাতে পারছ না।"
advertisement
5/5
অঙ্কিতার শাশুড়ির এমন আচরণ ভাল ভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, ভিকির দোষও এড়িয়ে যাওয়া উচিত নয় তাঁর মায়ের।
অঙ্কিতার শাশুড়ির এমন আচরণ ভাল ভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, ভিকির দোষও এড়িয়ে যাওয়া উচিত নয় তাঁর মায়ের।
advertisement
advertisement
advertisement