Shah Rukh Khan-Salman Khan: 'আমরা জয়-বীরুর মতোই'! বন্ধু শাহরুখকে নিয়ে আপ্লুত সলমন, যা বললেন...

Last Updated:
Shah Rukh Khan-Salman Khan: শাহরুখ খান এবং সলমন খান। বলিউডের দুই স্তম্ভ। পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তাঁদের বন্ধুত্ব দেখার মতো। পর্দায় তো বটেই, ব্যক্তি জীবনেও একে অপরের পাশে থেকেছেন তাঁরা।
1/6
শাহরুখ খান এবং সলমন খান। বলিউডের দুই স্তম্ভ। পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তাঁদের বন্ধুত্ব দেখার মতো। পর্দায় তো বটেই, ব্যক্তি জীবনেও একে অপরের পাশে থেকেছেন তাঁরা।
শাহরুখ খান এবং সলমন খান। বলিউডের দুই স্তম্ভ। পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তাঁদের বন্ধুত্ব দেখার মতো। পর্দায় তো বটেই, ব্যক্তি জীবনেও একে অপরের পাশে থেকেছেন তাঁরা।
advertisement
2/6
শাহরুখের 'পাঠান'-এর এক দৃশ্যে 'টাইগার' হয়ে উপস্থিত হয়েছিলেন সলমন। আবার সলমনের 'টাইগার ৩' পাঠান রূপী শাহরুখের আবির্ভাব।
শাহরুখের 'পাঠান'-এর এক দৃশ্যে 'টাইগার' হয়ে উপস্থিত হয়েছিলেন সলমন। আবার সলমনের 'টাইগার ৩' পাঠান রূপী শাহরুখের আবির্ভাব।
advertisement
3/6
পর্দায় দুই তারকাকে একসঙ্গে দেখে উল্লাসে ফেটে পড়ে দর্শক। নস্টালজিয়া উস্কে দেয় তাঁদের রসায়ন।
পর্দায় দুই তারকাকে একসঙ্গে দেখে উল্লাসে ফেটে পড়ে দর্শক। নস্টালজিয়া উস্কে দেয় তাঁদের রসায়ন।
advertisement
4/6
সম্প্রতি শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন সলমন। তাঁর কথায়, "ওর সঙ্গে থাকলে মনেই হয় না শ্যুট বা কাজ করছি। আমরা একসঙ্গে থাকতে পছন্দ করি। কাজের পর সময় কাটাই। ও ওর বাড়ি চলে যায়। আমি আমার বাড়ি চলে যাই। পর দিন এসে আবার কাজ করি।"
সম্প্রতি শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন সলমন। তাঁর কথায়, "ওর সঙ্গে থাকলে মনেই হয় না শ্যুট বা কাজ করছি। আমরা একসঙ্গে থাকতে পছন্দ করি। কাজের পর সময় কাটাই। ও ওর বাড়ি চলে যায়। আমি আমার বাড়ি চলে যাই। পর দিন এসে আবার কাজ করি।"
advertisement
5/6
সলমন আরও বলেন, "টাইগার এবং পাঠান-এ আমরা শুধু অতিথি শিল্পী হিসাবে ছিলাম। তাতেই দর্শকের উপর বিশাল প্রভাব পড়েছে। তারা আমাদের জয়-বীরুর সঙ্গে তুলনা করেছে। শাহরুখ হল জয়, আমি বীরু।"সলমন আরও বলেন, "টাইগার এবং পাঠান-এ আমরা শুধু অতিথি শিল্পী হিসাবে ছিলাম। তাতেই দর্শকের উপর বিশাল প্রভাব পড়েছে। তারা আমাদের জয়-বীরুর সঙ্গে তুলনা করেছে। শাহরুখ হল জয়, আমি বীরু।"
সলমন আরও বলেন, "টাইগার এবং পাঠান-এ আমরা শুধু অতিথি শিল্পী হিসাবে ছিলাম। তাতেই দর্শকের উপর বিশাল প্রভাব পড়েছে। তারা আমাদের জয়-বীরুর সঙ্গে তুলনা করেছে। শাহরুখ হল জয়, আমি বীরু।"সলমন আরও বলেন, "টাইগার এবং পাঠান-এ আমরা শুধু অতিথি শিল্পী হিসাবে ছিলাম। তাতেই দর্শকের উপর বিশাল প্রভাব পড়েছে। তারা আমাদের জয়-বীরুর সঙ্গে তুলনা করেছে। শাহরুখ হল জয়, আমি বীরু।"
advertisement
6/6
শোলে ছবিতে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র অভিনীত জয়-বীরুর বন্ধুত্বের কথা কারও অজানা নয়। শাহরুখ এবং সলমনও হাঁটছেন সেই পথেই।
শোলে ছবিতে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র অভিনীত জয়-বীরুর বন্ধুত্বের কথা কারও অজানা নয়। শাহরুখ এবং সলমনও হাঁটছেন সেই পথেই।
advertisement
advertisement
advertisement