প্রেমের গুঞ্জনে তোলপাড় বলিউড! বিশ্বকাপ দেখতে কাতারমুখী অনন্যা, সঙ্গে গেলেন কে
- Published by:Sanchari Kar
Last Updated:
শোনা যাচ্ছে, আদিত্যকে মনে ধরেছে অনন্যার । চুপিচুপি নাকি প্রেম করছেন দু'জনে। কয়েক মাস আগে করণ জোহরের পার্টিতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল তাঁদের।
#মুম্বই: ব্যস্ত রুটিন থেকে আপাতত ছুটি। বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে কাতার উড়ে যাচ্ছেন অনন্যা পাণ্ডে। শোনা গিয়েছে, কাতার সরকার থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউডের উঠতি নায়িকাকে।
তবে একা যাচ্ছেন না অনন্যা। তাঁর সঙ্গী চাঙ্কি পাণ্ডে। নায়িকার বাবা ফুটবলভক্ত। মেয়ের সঙ্গে বিশ্বকাপ দেখার সুযোগ কি তিনি ছাড়তে পারেন! বিমানবন্দরে অনন্যার সঙ্গে লেন্সবন্দি হলেন তিনিও।
শুধু অনন্যাই নন। বিদেশযাত্রার আগে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়লেন আরও এক বলিউড তারকা। আদিত্য রায় কাপুর। গুঞ্জন, ফুটবলের টানে কাতার উড়ে গেলেন তিনিও।
advertisement
advertisement
শোনা যাচ্ছে, আদিত্যকে মনে ধরেছে অনন্যার। চুপিচুপি নাকি প্রেম করছেন দু'জনে। কয়েক মাস আগে করণ জোহরের পার্টিতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল তাঁদের। তবে সম্পর্কের গুঞ্জন নিয়ে আপাতত স্পিকটি নট নায়ক-নায়িকা।
advertisement
তা হলে কি গ্যালারিতে বসে একই দলের জন্য গলা ফাটাতে দেখা যাবে তাদের? নাকি দু'জনের ঠিক একই দিনে একই গন্তব্যে উড়ে যাওয়াটা নিছকই কাকতালীয়? উত্তর খুঁজছেন অনুরাগীরা ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2022 8:26 PM IST