শাঁখাপলা পরে থাইল্যান্ডে হানিমুন, নেটপাড়াজুড়ে রোশনির '২য় বিয়ে'র রিসেপশনের ছবি!

Last Updated:
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন রোশনির একদা পর্দার স্বামী গৌরব চট্টোপাধ্যায়। সঙ্গে তাঁর স্ত্রী, অভিনেত্রী দেবলিনা কুমার। ছিলেন কনের 'ছেলে' বিশ্বাবসু বিশ্বাস, 'জামাই' অমিতাভ দাসও।
1/8
তপসিয়ায় তারকা সমাবেশ। রোহিনীর বিয়ে বলে কথা। তাও আবার 'দ্বিতীয় বিয়ে' বলে কথা। রোশনি ভট্টাচার্য এবং তূর্য্য সেনের রিসেপশন। বাঙালি রীতিতে যাকে বলে বউভাত। শনিবার রাতের সেই উৎসবে হাজির হয়েছিলেন টেলিভিশনের তারকারা।
তপসিয়ায় তারকা সমাবেশ। রোহিনীর বিয়ে বলে কথা। তাও আবার 'দ্বিতীয় বিয়ে' বলে কথা। রোশনি ভট্টাচার্য এবং তূর্য্য সেনের রিসেপশন। বাঙালি রীতিতে যাকে বলে বউভাত। শনিবার রাতের সেই উৎসবে হাজির হয়েছিলেন টেলিভিশনের তারকারা।
advertisement
2/8
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন রোশনির একদা পর্দার স্বামী গৌরব চট্টোপাধ্যায়। সঙ্গে তাঁর স্ত্রী, অভিনেত্রী দেবলিনা কুমার। ছিলেন কনের 'ছেলে' বিশ্বাবসু বিশ্বাস, 'জামাই' অমিতাভ দাসও।
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন রোশনির একদা পর্দার স্বামী গৌরব চট্টোপাধ্যায়। সঙ্গে তাঁর স্ত্রী, অভিনেত্রী দেবলিনা কুমার। ছিলেন কনের 'ছেলে' বিশ্বাবসু বিশ্বাস, 'জামাই' অমিতাভ দাসও।
advertisement
3/8
'করুণাময়ী রাণি রাসমণী' ধারাবাহিক শেষ হয়ে গেলেও শিল্পীদের মধ্যে যে রসায়ন এখনও আগের মতোই, তা স্পষ্ট। এঁদের সঙ্গে ছিলেন সোমাশ্রী ভট্টাচার্যও। একই মেগা থেকে রোশনির সঙ্গে আলাপ। কিন্তু সম্পর্ক গড়িয়েছে পরিবারে।
'করুণাময়ী রাণি রাসমণী' ধারাবাহিক শেষ হয়ে গেলেও শিল্পীদের মধ্যে যে রসায়ন এখনও আগের মতোই, তা স্পষ্ট। এঁদের সঙ্গে ছিলেন সোমাশ্রী ভট্টাচার্যও। একই মেগা থেকে রোশনির সঙ্গে আলাপ। কিন্তু সম্পর্ক গড়িয়েছে পরিবারে।
advertisement
4/8
সোমাশ্রীর স্বামী শুভময় মিত্র এবং রোশনির স্বামী তূর্য্য ছেলেবেলার বন্ধু। সোমাশ্রী-শুভময়ের আলাপ রোশনি-তূর্য্যর সূত্রেই। আর তার পর থেকেই দুই নবদম্পতিকে মাঝে মধ্যেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।
সোমাশ্রীর স্বামী শুভময় মিত্র এবং রোশনির স্বামী তূর্য্য ছেলেবেলার বন্ধু। সোমাশ্রী-শুভময়ের আলাপ রোশনি-তূর্য্যর সূত্রেই। আর তার পর থেকেই দুই নবদম্পতিকে মাঝে মধ্যেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।
advertisement
5/8
'গোধূলি আলাপ' ধারাবাহিকের পরিবারও হাজির হয়েছিলেন এই রিসেপশনে। অভিনেত্রী সৃষ্টি পাণ্ডে একাধিক ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে নবদম্পতির নাচের ভিডিও।
'গোধূলি আলাপ' ধারাবাহিকের পরিবারও হাজির হয়েছিলেন এই রিসেপশনে। অভিনেত্রী সৃষ্টি পাণ্ডে একাধিক ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে নবদম্পতির নাচের ভিডিও।
advertisement
6/8
অতিথি তালিকায় ছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়ও। রোশনির এই আনুষ্ঠানিক বিয়ের আগে 'গোধূলি আলাপ'-এর সেটে সৃষ্টি, ভাস্বররাই তাঁকে আইবু়ড়ো ভাত খাইয়েছিলেন।
অতিথি তালিকায় ছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়ও। রোশনির এই আনুষ্ঠানিক বিয়ের আগে 'গোধূলি আলাপ'-এর সেটে সৃষ্টি, ভাস্বররাই তাঁকে আইবু়ড়ো ভাত খাইয়েছিলেন।
advertisement
7/8
বিয়ে হয়েছে ২০২১ সালে ১৩ অক্টোবর। খাতায় কলমে। কিন্তু লোক খাইয়ে, আচার অনুষ্ঠান মেনে, বেনারসি পরে বিয়ের থেকে বঞ্চিত হতে চাননি বলেোই গত ৮ তারিখ চার হাত এক হয়েছে রোশনি-তূর্য্যর। তার পরে ১০ তারিখ রিসেপশন।
বিয়ে হয়েছে ২০২১ সালে ১৩ অক্টোবর। খাতায় কলমে। কিন্তু লোক খাইয়ে, আচার অনুষ্ঠান মেনে, বেনারসি পরে বিয়ের থেকে বঞ্চিত হতে চাননি বলেোই গত ৮ তারিখ চার হাত এক হয়েছে রোশনি-তূর্য্যর। তার পরে ১০ তারিখ রিসেপশন।
advertisement
8/8
আর বিয়েকে রোশনি নিজেই 'বিয়ে ২.০' তকমা দিয়েছেন। অনুষ্ঠান পর্ব মিটতেই জুটিতে দুটিতে হানিমুনে রওনা হয়েছেন তাঁরা। রোশনি আগেই নিউজ18 বাংলাকে জানিয়েছিলেন, থাইল্যান্ডে ঘুরতে যাবেন। আর ইতিমধ্যেই সেই সফরের ছবি দেওয়া শুরু।
আর বিয়েকে রোশনি নিজেই 'বিয়ে ২.০' তকমা দিয়েছেন। অনুষ্ঠান পর্ব মিটতেই জুটিতে দুটিতে হানিমুনে রওনা হয়েছেন তাঁরা। রোশনি আগেই নিউজ18 বাংলাকে জানিয়েছিলেন, থাইল্যান্ডে ঘুরতে যাবেন। আর ইতিমধ্যেই সেই সফরের ছবি দেওয়া শুরু।
advertisement
advertisement
advertisement