রাত কাটানোই সব নয়, সহজের বাবা-মা একসঙ্গেই আছে, হুডখোলা ভালবাসায় রাহুল-প্রিয়াঙ্কা

Last Updated:

নিউজ18 বাংলাকে অভিনেতা জানান, ছেলের ৯ বছরের জন্মদিন পালনের জন্য তাঁরা সহজকে দু'টি অপশন দিয়েছিলেন। একটি, কলকাতা শহরেই বড় পার্টি। অন্যটি, পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া।

#কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার। 'চিরদিনই তুমি যে আমার'-এ জুড়েছে এই দু'টি নাম৷ মাঝে যদি চলার পথ আলাদাও হয়, তাও একটা সময়ে তারা এসে মেলে একই বিন্দুতে। একইভাবে কি রাহুল আর প্রিয়াঙ্কাও একই বিন্দুতে মিশতে চলেছেন? খাতায় কলমে স্বামী-স্ত্রী হলেও বিচ্ছেদের পথে হেঁটেছিলেন দম্পতি। কিন্তু শোনা গিয়েছিল, বিচ্ছেদ ভুলে ফের এক হচ্ছেন তাঁরা। অন্তত গত কয়েক মাসে সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে নায়ক-নায়িকার সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি জঙ্গলে ঘুরে এলেন তাঁরা। সঙ্গে ছিল তাঁদের একমাত্র সন্তান সহজ এবং দু'জনের মা।।
গত শনিবার রাহুল হুডখোলা জিপে তিন জনের একটি ছবি পোস্ট করেন ফেসবুকে। ক্যাপশনে লেখা, 'হুডখোলা ভালবাসারা'। সকলের মন ভাল করা সেই ছবির নেপথ্যে কী ঘটনা? জানতে যোগাযোগ করা হয় রাহুলকে। নিউজ18 বাংলাকে অভিনেতা জানান, ছেলের ৯ বছরের জন্মদিন পালনের জন্য তাঁরা সহজকে দু'টি অপশন দিয়েছিলেন। একটি, কলকাতা শহরেই বড় পার্টি। অন্যটি, পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া। সহজের পছন্দ শুনে বাবা-মা খুবই উৎফুল্ল। না, কলকাতায় বড় পার্টি তার চাই না। মা, বাবা, দিদা, ঠাকুমার সঙ্গে কলকাতা শহর থেকে বেরিয়ে পড়তে চায় সে। আর তাই কাজিরাঙ্গা সফরের পরিকল্পনা। দিন পাঁচেকের এই ভ্রমণে দুই পরিবার একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। সহজও তার বাবা-মায়ের সঙ্গে জঙ্গুলে জন্মদিন পালন করে মহা খুশি।
advertisement
advertisement
রাহুলকে প্রশ্ন করা হয়, তিনি আর প্রিয়াঙ্কা কি একসঙ্গে থাকতে শুরু করবেন?
অভিনেতার বক্তব্য, "কেবল রাত কাটানোটাই সব নয়। কিন্তু এ কথা বলতে পারি, সহজের বাবা-মা একসঙ্গেই আছে। কিন্তু এখনই আমি আমার মাকে ছেড়ে অন্যত্র যেতে পারব না বা মাকেও এই মুহূর্তে বিজয়গড় থেকে তুলে অন্য কোথাও থাকতে বাধ্য করতে পারি না, তাঁরও বয়স হয়েছে। তাই এই মুহূর্তে এক ছাদের তলায় থাকছি না আমি আর প্রিয়াঙ্কা। কিন্তু একসঙ্গেই আছি।''
advertisement
তবে কি যা শোনা গিয়েছিল, তাই সত্যি? ছেলের জন্য আবার এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা? কারণ রাহুলের কথায়, "অনেকে একসঙ্গে থেকেও এক হতে পারছে না। কিন্তু আমরা একসঙ্গে না থেকেও একসঙ্গে আছি।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাত কাটানোই সব নয়, সহজের বাবা-মা একসঙ্গেই আছে, হুডখোলা ভালবাসায় রাহুল-প্রিয়াঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement